Samik Bhattacharya | বঙ্গ বিজেপির নয়া সভাপতি হলেন শমীক ভট্টাচার্য! বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেলেন সুকান্ত মজুমদারের পদ!
Wednesday, July 2 2025, 12:42 pm
Key Highlightsবিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি হলেন শমীক ভট্টাচার্য।
বঙ্গ বিজেপিতে শুরু হয়ে গেলো শমীক যুগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি হলেন শমীক ভট্টাচার্য। বুধবারই মনোনয়ন পেশ করেন তিনি। আর কেউ মনোনয়ন জমা দেবেন না। তাই, সর্বসম্মতিক্রমে শমীককেই সিলমোহর দিলো কেন্দ্রীয় বিজেপি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বাদে আরও আটটি রাজ্যে পদ্ম শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছে। মধ্যপ্রদেশের নতুন বিজেপি রাজ্য সভাপতি হেমন্ত খান্ডেলওয়ালও একাই মনোনয়ন জমা দিয়েছিলেন। পরবর্তীতে সেই রাজ্যের দলের দায়িত্ব পান তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- বিজেপি সাংসদ

