IGNOU Exam: ডিসেম্বরে টার্ম এন্ড পরীক্ষা কবে হবে জেনে নিন।

Tuesday, December 13 2022, 5:49 am
highlightKey Highlights

সময়সূচি অনুয়ায়ী ইগনুর টিইই প্র্যাক্টিক্যাল পরীক্ষা ১৪ই জানুয়ারি ২০২৩ থেকে ২৮শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ২টি শিফটে অনুষ্ঠিত হবে।


ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) সম্প্রতি ডিসেম্বর TEE এর ব্যবহারিক পরীক্ষার জন্য ডেটশীট জারি করেছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে সময়সূচীটি দেখতে পারেন ignou.ac.in 

অফিসিয়াল সময়সূচী অনুযায়ী, টার্ম-এন্ড ব্যবহারিক পরীক্ষা ১৪ই জানুয়ারী ২০২৩-এ শুরু হবে এবং ২৮শে জানুয়ারী ২০২৩-এ শেষ হবে৷ ১৬, ১৭, ২৩, ২৪ এবং ২৬ শে জানুয়ারীতে কোন পরীক্ষা হবে না৷  সময়সূচী অনুযায়ী, সকালের শিফটে অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অথবা বিকেলের শিফটে অর্থাৎ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Trending Updates
ছবি সংগ্রহে "জোশ" (Josh)
ছবি সংগ্রহে "জোশ" (Josh)

ইগনু-র টার্ম এন্ড পরীক্ষা ২০২২ (IGNOU TEE) ডিসেম্বর পরীক্ষার জন্য ৬,২৮,০২৯ জনেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। প্রসঙ্গত, IGNOU ডিসেম্বর টার্ম-এন্ড পরীক্ষা ২রা ডিসেম্বর শুরু হয়েছিল এবং ৯ই ডিসেম্বর শেষ হয়েছিল৷ প্রার্থীদের ODL এবং অনলাইন উভয় প্রোগ্রামের জন্য তাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত সময় আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File