আর জি কর কান্ড

R G Kar | ‘নবান্নের গেট থেকেও যাঁরা এলেন না, তাঁদের ক্ষমা করলাম..জনগণ চাইলে পদত্যাগ করতে রাজি ' : নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা

R G Kar | ‘নবান্নের গেট থেকেও যাঁরা এলেন না, তাঁদের ক্ষমা করলাম..জনগণ চাইলে পদত্যাগ করতে রাজি ' : নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা
Key Highlights

সাংবাদিক সম্মেলন করে এই ইস্যুতে একাধিক মন্তব্য করলেন মমতা। তিনি বলেন, 'নবান্নের গেট থেকেও যাঁরা এলেন না, তাঁদের ক্ষমা করলাম।আমি সাধ্যমত চেষ্টা করলাম।’

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হলো না মুখ্যমন্ত্রীর। তবে সাংবাদিক সম্মেলন করে এই ইস্যুতে একাধিক মন্তব্য করলেন মমতা। তিনি বলেন, 'নবান্নের গেট থেকেও যাঁরা এলেন না, তাঁদের ক্ষমা করলাম।আমি সাধ্যমত চেষ্টা করলাম।’ তিনি আরও বলেন, 'আশা করি জনগণ আমাদের ক্ষমা করবেন, আমাদের অনেক অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানতেন না এর মধ্যে একটা কালার আছে। জনগণ চাইলে পদত্যাগ করতে রাজি আছি'। লাইভ স্ট্রিমিং নিয়ে তিনি বলেন, 'বিচারাধীন মামলা নিয়ে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না''।