Rana Balachauria | সেলফি তোলার অছিলায় চললো গুলি, ম্যাচ চলাকালীন খুন কবাডি খেলোয়াড়!

Monday, December 15 2025, 4:31 pm
Rana Balachauria | সেলফি তোলার অছিলায় চললো গুলি, ম্যাচ চলাকালীন খুন কবাডি খেলোয়াড়!
highlightKey Highlights

পঞ্জাবে ম্যাচ চলাকালীন খুন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া।সেলফি তোলার অছিলায় কাছাকাছি এসে গুলি করে খুন করা হয় বলে খবর।


পঞ্জাবে ম্যাচ চলাকালীন খুন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া।সেলফি তোলার অছিলায় কাছাকাছি এসে গুলি করে খুন করা হয় বলে খবর। জানা গিয়েছে,সোমবার মোহালিতে একটি টুর্নামেন্ট চলছিল। সেখানে মোটরসাইকেল চেপে আসে হত্যাকারীরা। এরপর সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসে রানাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সিধু মুসাওয়ালার হত্যাকারী বামবিহা গ্যাং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File