Delhi Air Pollution | বাতাসে বিষ! দিল্লিতে চালু হল GRAP-4, বন্ধ স্কুল-কলেজ, নিষিদ্ধ নির্মাণ কাজ!
Sunday, December 14 2025, 3:44 am
Key Highlightsগ্রেডেড অ্যাকশন রেসপন্স প্ল্যান (GRAP)র তৃতীয় স্টেজ কার্যকর করা হয়েছিল। ঘণ্টা খানেকের মধ্যেই তা বদলে গ্রাপ স্টেজ ৪ কার্যকর করা হল।
দূষণ নিয়ন্ত্রণে আনতে এবার চরম পদক্ষেপ গ্রহণ করলো দিল্লি সরকার। শনিবার দিল্লিতে বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি “ভয়াবহ” থেকে “আরও ভয়াবহ” স্তরে নেমে আসতেই গ্রেডেড অ্যাকশন রেসপন্স প্ল্যান (GRAP)র ৪র্থ স্টেজ কার্যকর করা হল। পরিবেশ (রক্ষা) আইন ১৯৮৬ অনুযায়ী, দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ চালাতে হবে। বাকি ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। স্কুলগুলি চলবে হাইব্রিড মোডে। অর্থাৎ স্কুলে ও অনলাইনে দুই ভাবেই ক্লাস হবে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ট্রাক ঢোকা বন্ধ করেছে সরকার।

