Voter List | মমতার ভোটকেন্দ্রে বাদ শতাধিক ভোটার, শুভেন্দুর গড়ে কত? দেখুন হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান!

Tuesday, December 16 2025, 11:09 am
highlightKey Highlights

মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।তালিকা অনুযায়ী বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম।


মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। যার মধ্যে ভবানীপুরে বাদ পড়েছে ৪৪, ৭৮৭ জনের নাম। নন্দীগ্রামে ১০, ৫৯৯, দিনহাটায় ১৬, ৪৪২, বালুরঘাটে ১১,২১৯, ভরতপুরে ১৪, ২৩০, কলকাতা বন্দরে ৬৩,৭৩০, গাইঘাটায় ১৬,৬৫৫, বাগদায় ২৪,৯২২, রানাঘাট দক্ষিণে ১৫,৯০৫, হরিনঘাটায় ১০,৮২১ জনের নাম বাদ পড়েছে। এই তথ্য পাওয়ার পর ইতিমধ্যে কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File