বৃষ(Taurus) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Saturday, January 29 2022, 10:00 pm
Key Highlightsআপনার কী বৃষ রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ(Taurus), এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একনজরে :
Taurus (April 20-May 20)
স্বাস্থ্য :
আজ আপনার পেটের সমস্যা বাড়তে পারে তাই সাবধানে থাকুন।
দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :
প্রেমের সম্পর্কে শুরু হতে পারে এছাড়াও বৈবাহিক সম্পর্কের জন্য কোনো যোগাযোগ আসতে পারে।
শুভ সংখ্যা :
৩২
অর্থ :
আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন।
শুভ রং :
সাদা
শুভ দিক :
অগ্নিকোণ
শুভ রত্ন :
সাদা প্রবাল
বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
নিজের প্রতিভায় এরা সকলের কাছে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। এদের চরিত্রের এক বিশেষ ধর্ম হল দীর্ঘসুত্রিতা। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, দৃঢ় প্রতিজ্ঞ এবং ধৈর্যশীল হয়ে থাকে।
বক্তব্য :
আজ আপনার বদনামের আশঙ্কা আছে তাই একটু সাবধানে থাকুন। ভাই বা বোনের সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে। সৎসঙ্গে থাকার ফলে উন্নতি লাভ করবে।
Contents ( Show )








