রাজ্য

HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?

HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
Key Highlights

পরীক্ষার ৬৯ দিন পর প্রকাশ হলো উচ্চ মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। জানুন কীভাবে এবং কোথায় রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করবেন।

প্রকাশিত হলো ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল (higher secondary result)। এইচএস পরীক্ষা ২০২৪ (hs exam 2024) শেষের ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বুধবার দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এইচএস রেজাল্ট (hs result) ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সার্বিক পাশের হার ৯০ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ কালিম্পং এবং পঞ্চম স্থানে কলকাতা। উচ্চমাধ্যমিক ২০২৪ -এ প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার স্কুলের অভীক দাস, দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তৃতীয়  মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্তা। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। সব মিলিয়ে তারা চতুর্থ স্থানে।

উচ্চ মাধ্যমিক ফলাফল (higher secondary result) অনুযায়ী, প্রথম দশে ১৫ জেলা থেকে মোট ৫৮ জন। ছাত্র ৩৫ এবং ছাত্রী ২৩ জন। এর মধ্যে ১৩ জনই হুগলির। প্রথম দশে বাঁকুড়ার ৯ জন। চতুর্থ স্থানে কলকাতা। মেধাতালিকায় কলকাতার ৫ জন। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। এইচএস পরীক্ষা ২০২৪ (hs exam 2024) এ ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। এ বছর উচ্চ মাধ্যমিকে ১,৮৭,৯২৪ জন সংখ্যালঘু পরীক্ষার্থী ছিলেন। পাশের হার ৮৬.৯০। এ বার পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছিলেন ৭,৬৪,৪৪৮। অর্থাৎ পাশের হার ৯০ শতাংশ।

উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফলের প্রথম দশ-

  • প্রথম স্থান, প্রাপ্ত নম্বর ৪৯৬ : অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)।
  • দ্বিতীয় স্থান, প্রাপ্ত নম্বর ৪৯৫ : সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
  • তৃতীয় স্থান, প্রাপ্ত নম্বর ৪৯৪ : অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।
  • চতুর্থ স্থান, প্রাপ্ত নম্বর ৪৯৩ :  প্রতীচী রায় তালুকদার, সুনীতি একাডেমি, কোচবিহার।  শ্রেয়া ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর
  • পঞ্চম স্থান, প্রাপ্ত নম্বর ৪৯২ :  সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কাঁথি। সুস্বাতী কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া। সুপ্তোত্থিতা সরকার, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদহ। সৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা। সানন্দা রায়, নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম। অঙ্কিত পাল, বেথুয়াডহরি হাই স্কুল, বাঁকুড়া। অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।
  • ষষ্ঠ স্থান, প্রাপ্ত নম্বর ৪৯১ : রুদ্র দত্ত, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি।নিলয় চট্টোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়। মনস্বী চন্দ, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার। অভ্রকিশোর ভট্টাচার্য, হুগলি কলেজিয়েট স্কুল। সৌম্যজিৎ নন্দী, রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম। আফরিন মণ্ডল, মেমারি ভি এস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান। অনিমেষ লায়েক, ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুল, বাঁকুড়া।
  • সপ্তম স্থান, প্রাপ্ত নম্বর ৪৯০ : সৌমিক ধবল, বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুল। ঋতব্রত দাস, হুগলি কলেজিয়েট স্কুল। বিদিশা সন্নিগ্রাহী, সিমলি পাল মদন মোহন হাই স্কুল, বাঁকুড়া। অঙ্কিতা সরকার, রায়গঞ্জ করোনেশান হাই স্কুল, উত্তর দিনাজপুর। মহম্মদ শাহিদ, আরামবাগ হাই স্কুল, হুগলি।
  • অষ্টম স্থান, প্রাপ্ত নম্বর ৪৮৯ :  অর্ঘ্যদীপ দত্ত, হিন্দু স্কুল, কলকাতা। অস্মিত কুমার মুখোপাধ্যায়, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি। সোমশুভ্র কর্মকার, আরামবাগ হাই স্কুল, হুগলি। রুমা কোনার, ভেদুয়াশোল হাই স্কুল, বাঁকুড়া। কৌশিক ঘোষ, গোয়ালযান রিফিউজি হাই স্কুল, মুর্শিদাবাদ। সিঞ্চন দত্ত, বিবর্দ সচ্চিদানন্দ বিদ্যাপীঠ, বাঁকুড়া।
  • নবম স্থান, প্রাপ্ত নম্বর ৪৮৮ : অন্বেষা দত্ত, আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল। পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয়য়, হুগলি। প্রীতম্বর বর্মণ, তরঙ্গপুর এন কে হাই স্কুল, উত্তর দিনাজপুর। অহন চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ় হোম হাই স্কুল, রহড়া, উত্তর ২৪ পরগনা। কুশল ঘোষ, তেহট্ট হাই স্কুল, নদিয়া। অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। অর্পণ গোস্বামী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়। অর্ক সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টি পাল, চুঁচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি। বিতান আহমেদ, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। উজান চক্রবর্তী, পাঠ ভবন, কলকাতা।
  • দশম স্থান, প্রাপ্ত নম্বর ৪৮৭ : সৃজনী ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হুগলি। বৃষ্টি দত্ত, বেগমপুর হাই স্কুল, হুগলি। তন্নিষ্ঠা দাস, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, কলকাতা। সোহা ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হুগলি।অন্তরা শেঠ, মেঝিয়ারি এস সি এস হাই স্কুল, পূর্ব বর্ধমান। ইন্দ্রাণী সেন, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, পূর্ব বর্ধমান। সুকৃতি মণ্ডল, সাঁকরাইল অভয় চরণ হাই স্কুল, হাওড়া। দেবপ্রিয়া বাড়, এগরা ঝাটুলাল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। শতপর্ণা মিল, টাকি হাউজ় মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা। সোহম কোনার, মন্টেশ্বর সাগরবালা হাই স্কুল, পূর্ব বর্ধমান। সোহম মুখোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। অনীশ ঘড়াই, হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর। শুভজিৎ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। তৌফিক মামুদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, হুগলি। সংসপ্তক আদক, হলদিয়া হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। অঙ্কিতা ঘোষ, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়।

প্রসঙ্গত দুপুর ৩টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে ও অ্যাপ থেকে অনলাইনে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দুপুর ৩ টে থেকে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। রোল নম্বর এবং কোড দিয়ে রেজাল্ট দেখতে পারবেন সকলে। দুপুর ৩ টে বাজলেই নীচের জায়গায় রোল নম্বর এবং কোড দিন। তাহলেই স্ক্রিনে চলে আসবে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফল দেখতেই ক্লিক করুন : www.wbchse.wb.gov.in , www.wbresults.nic.inwww.results.shiksha

এছাড়া বুধবার মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই দিন স্কুলগুলি পরীক্ষার্থীদের সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করবে। মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে। অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরে অনেকেই উত্তরপত্রে স্ক্রুটিনি বা রিভিউ করতে চান। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আবার সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার পাশাপাশি ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে সংশোধিত রেজাল্ট আসতে যতদিন সময় লাগবে, তার থেকে অনেক কম সময়েই ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র রেজাল্ট পাবেন পড়ুয়ারা। তবে সেজন্য বেশি টাকাও খরচ করতে হবে। আগামী ১০ মে দুপুর ২ টো থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে আগামী ১৩ মে মধ্যরাতে।

 উচ্চমাধ্যমিক ২০২৪ এরর জন্য রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে ক্লিক করুন : wbchse.wb.gov.in

প্রসঙ্গত, ২০২৪ এইচএস রেজাল্ট (hs result)  প্রকাশ হওয়ার পরই ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন ঘোষণা হয়েছে। ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। উল্লেখ্য, আগামী বছর উচ্চমাধ্যমিকের মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে। কারণ এখন যেভাবে উচ্চমাধ্যমিক হয়, সেরকমভাবে পশ্চিমবঙ্গের শেষ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে ২০২৫ সালে। ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এবার যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, তারা নয়া সেমেস্টার ব্যবস্থার আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে। আর তারপর ২০২৬ সালে প্রথম ব্যাচের পড়ুয়া হিসেবে সেমেস্টার প্রথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। অর্থাৎ এখন যেমন দ্বাদশ শ্রেণির শেষে একেবারে একটি বোর্ড পরীক্ষা হয়, সেটা শেষবার হবে ২০২৫ সালে।