রাজ্য

Kolkata HC: পাঁচ ধর্ষণ-কাণ্ডে তদন্ত তলব হাই কোর্টের

Kolkata HC: পাঁচ ধর্ষণ-কাণ্ডে তদন্ত তলব হাই কোর্টের
Key Highlights

রাজ্যে পাঁচ ধর্ষণ-কাণ্ড মামলার তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

ময়নাগুড়ি, নেত্রা, শান্তিনিকেতন, নামখানা ও পিংলা— এই পাঁচ ধর্ষণ-কাণ্ডে রাজ্যের কাছে কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শুক্রবার এই সংক্রান্ত সব ক’টি মামলার তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দিতে হবে রাজ্যকে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতা এবং সাক্ষীদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিজেপি-র পক্ষ থেকে এই পাঁচ ধর্ষণ কাণ্ড নিয়ে মামলাটি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এর আগে উত্তর ২৪ পরগনায় দু’টি, মালদহে একটি ও কলকাতায় একটি ধর্ষণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে তিনটিতেই নির্যাতিতা নাবালিকা। ইতিমধ্যেই ওই চারটি ধর্ষণের ঘটনার তদন্তে নজরদারির দায়িত্ব আইপিএস অফিসার দময়ন্তী সেনকে দিয়েছে হাই কোর্ট। 

পিংলা ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা অভিযোগ জানিয়েছেন, ঘটনার পর থেকে তাঁর ছেলেকে ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। শুনানিতে এই প্রসঙ্গটি উত্থাপন করেন মামলাকারীর আইনজীবী। এই অভিযোগের ভিত্তিতে প্রাধন বিচারপতির বেঞ্চ সব নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।