আরও ভয়াবহ আকার ধারণ করছে হামের প্রকোপ! সংক্রমণ ক্রমশ বাড়ায় মেডিকেল টিম পাঠাল স্বাস্থ্যমন্ত্রক

Thursday, November 10 2022, 11:50 am
highlightKey Highlights

মহারাষ্ট্রে হামের প্রকোপ রীতিমত ভয় ধরাচ্ছে। ক্রমশ বাড়ছে সংক্রমণ। এছাড়াও তিনটি বাচ্চার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।


হামের প্রকোপ দিনের পর দিন ক্রমশ বাড়তে থাকায় তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর এর মধ্যেই মুম্বইতে ক্রমশ বাড়তে থাকা হামের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সেখানে উচ্চ-পর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার।

মুম্বইতে বিশেষ করে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তিন সদস্যের একটি কেন্দ্রীয় দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রককে রিপোর্ট দেবে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন আগেই মহারাষ্ট্র জুরে ব্যাপক করোনা ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। প্রত্যেক দিন কয়েক হাজার সংক্রমণ হয়েছে। যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে যেভাবে হামের প্রকোপ বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে চিকিৎসক দল পাঠিয়েছে তা ইতিমধ্যে মুম্বইতে পৌঁছে গিয়েছে। তাঁরা সে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সবরকম ভাবে সাহায্য করবেন বলে খবর। এছাড়াও একাধিক ব্যবস্থা নেবে বলেও জানা যাচ্ছে। কীভাবে বাড়তে থাকা হামকে নিয়ন্ত্রণ করা যাবে সে বিষয়েও সে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সাহায্য করবে বলে জানা যাচ্ছে। আপাতত কয়েকদিন মহারাষ্ট্রে থেকেই কাজ করবে এই কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকদের দল।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিন সদস্যের একটি কেন্দ্রীয় দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর সেই দলে রয়েছেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি), লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ (এলএইচএমসি) এবং পুনে, মহারাষ্ট্রের আঞ্চলিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসের বিশেষজ্ঞরা। আর কেন্দ্রীয় এই টিমকে সবরকম ভাবে নেতৃত্ব দিচ্ছেন ডাঃ অনুভব শ্রীবাস্তব। যিনি কিনা জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন হাম মুম্বইতে ব্যাপক ভাবে বেড়েছে। তবে বিএমসির তরফে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ইত্যিমধ্যে হামের কারণে মৃত্যু পর্যন্ত সে রাজ্যে হয়েছে বলে খবর। আর এই প্রসঙ্গে বিএমসির এক আধিকারিক জানিয়েছেন, এই বছর হামের কারণে এখনও পর্যন্ত তিনটি বাচ্চার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, অন্তত ৯০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই আধিকারিক। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, জানুয়ারি থেকেই ধীরে ধীরে হামের প্রকোপ শুরু হয়েছে। আর তা ধীরে এখন ভয়াবহ আকার নিয়েছে বলে দাবি ওই আধিকারিকের।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File