দেশ

Bird Flu | ভারতের চারটি রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে H5N1 ভাইরাস! ফ্লু প্রতিরক্ষার জন্য বিশেষ পরামর্শ দিলেন বিজ্ঞানীরা!

Bird Flu |  ভারতের চারটি রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে H5N1 ভাইরাস! ফ্লু প্রতিরক্ষার জন্য বিশেষ পরামর্শ দিলেন বিজ্ঞানীরা!
Key Highlights

এইচ৫এন১ (H5N1) ভাইরাস বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা তথা বার্ড ফ্লুতে অন্তত চারটি রাজ্য আক্রান্ত হয়ে প়ড়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার চারটি রাজ্যে বিশেষ পরামর্শদাতার টিম গড়েছে বলে খবর। গোটা বিশ্বেই বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ‘হু’ জানিয়েছে, এই রোগের ভাইরাস ‘এইচফাইভএনওয়ান’ মিলেছে গরুর দুধেও।

করোনার পর কি মহামারীর আকার ধারণ করতে চলেছে ‘বার্ড ফ্লু’? বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্নই ভাবাচ্ছে বিজ্ঞানী ও চিকিৎসকদের! এইচ৫এন১ (H5N1) ভাইরাস বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা তথা বার্ড ফ্লুতে অন্তত চারটি রাজ্য আক্রান্ত হয়ে প়ড়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার চারটি রাজ্যে বিশেষ পরামর্শদাতার টিম গড়েছে বলে খবর। গোটা বিশ্বেই বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ‘হু’ (WHO) জানিয়েছে,  এই রোগের ভাইরাস ‘এইচফাইভএনওয়ান’ মিলেছে গরুর দুধেও। 

বিশ্বে বার্ড ফ্লুর আতঙ্ক!

বার্ড ফ্লু খবর (bird flu news) অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কেরালাতে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর (Nellore)জেলায়, মহারাষ্ট্রের নাগপুর জেলায়, ঝাড়খণ্ড রাঁচি জেলায়, কেরালা আলাপ্পুঝা, কোট্টায়াম, পাথানামথিত্ত (Pathanamthitta)জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছিল। সেই সময়ে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল, তাদের দেশে পাস্তুরাইজ বা প্রক্রিয়াজাত গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। হাইলি প্য়াথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI) আমেরিকার বিভিন্ন প্রদেশের গরু প্রতিপালন কেন্দ্রে ও বিভিন্ন গোয়ালে ছড়িয়ে পড়েছিল। লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে সেখানে। জানানো হয়েছিল, গরু আক্রান্ত হলেও, সেই অসুস্থতা তখনও তেমন গুরুতর আকার ধারণ করেনি। তবে গত কয়েক মাস ধরেই ভয়ংকর আকার ধারণ করেছে বার্ড ফ্লু। এপ্রিলের শেষের দিকে গরুর দুধেও বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব মেলার খবর এসেছিল। 

কীভাবে সুরক্ষিত থাকবেন?

এইচ৫এন১ ভাইরাস পাখির দেহ থেকেই মূলত ছড়ায়। তা থেকে সহজেই ছড়ায় মানবদেহেও। তা ক্রমে বিপজ্জনক দিকে চলে যেতে পারে। বার্ড ফ্লুর আতঙ্কিত পরিবেশে সুস্থ্য থাকতে এইচটি লাইফস্টাইলের জারাফশান সিরাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাইয়ের পারেলের গ্লেনেগলস হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মঞ্জুষা আগরওয়াল টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন-সোয়াইন ফ্লুর বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরক্ষা হ'ল টিকা নেওয়া। বিশেষত যদি আশেপাশে বাচ্চা, বয়স্ক প্রাপ্তবয়স্ক থাকলে এক্ষেত্রে সচেতন হতে হবে বেশি। এছাড়াও ফ্লু থেকে নিজেকে রক্ষা করতে যা যা মানার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা -

  • কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য সাবান এবং জল দিয়ে হাত ধুতে হবে। সাবান না পেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যাবে।
  • সর্দি-কাশি হলে টিস্যু ব্যবহার করতে হবে।
  • সংক্রমিত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
  • আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, জীবাণুমুক্ত করতে হবে।

প্রসঙ্গত, বার্ড ফ্লু বা এইচ৫এন১ ভাইরাস প্রথম পাওয়া গিয়েছিল ১৯৯৬ সালে।  সেই সময় অ্যাভিয়ান ইনফ্লুেয়েঞ্জা (H5N1) প্রাথমিকভাবে ছড়িয়েছিল। পরে ২০২০ সালে তা ভয়াবহ আকার নিয়েছিল। সেবার মৃত্যুর হারও ছিল ভয়ানক। ২০২০ সালে ওই ভাইরাসের ছড়ানোর ঘটনায় যে শুধু ১০ মিলিয়ন পোলট্রির মুরগি মারা গিয়েছিল তা নয়, সংক্রমিত হয়েছিল বহু বন্য পাখি, স্থলের পশু, জলজ স্তন্যপায়ীরাও। বার্ড ফ্লু মানেই যে শুধু পাখিদের ঘিরে উদ্বেগ তা নয়। গত মাসেই এই বার্ড ফ্লুয়ে আক্রান্তের সংখ্যায় যোগ হয়েছে গরু ও ছাগল।

সূত্রের খবর অনুযায়ী, বার্ড ফ্লু-তে আক্রান্ত  এই রোগের ভাইরাস গরুর দুধে পাওয়া গিয়েছে। সেই দুধ খেয়েই অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এই ভাইরাসের হদিস পাওয়া গিয়েছে বিশেষ এক প্রজাতির পাখিদের দেহেও। আমেরিকার ‘ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ সারা দেশ থেকে ইতিমধ্যেই দুধের নমুনা সংগ্রেহর কাজ শুরু করে দিয়েছে। তবে ভারতে এখনও পর্যন্ত আশঙ্কাজনক কোনও প্রমাণ মেলেনি। তা সত্ত্বেও আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানী-সাস্থ্য বিশেষজ্ঞরা।