মাঙ্কি পক্সের সংক্রমণ এড়াতে এ বার সতর্কবার্তা জানানো হচ্ছে ডেটিং অ্যাপ ‘গ্রাইন্ডার’ এর মাধ্যমে

Monday, May 30 2022, 2:42 pm
highlightKey Highlights

সমকামী ও উভকামী পুরুষদের যৌনমিলনের দ্বারা নাকি মাঙ্কি পক্সের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এই সংক্রমণ এড়াতে ‘গ্রাইন্ডার’ ডেটিং অ্যাপ তাদের উপভোক্তাদের এ বিষয়ে সতর্ক করছে।


আমেরিকা ও ইউরোপের একাধিক দেশে মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এর উৎস বিভিন্ন পানশালা, নৈশ ক্লাব, ও সমকামী বা উভকামীদের যৌনচক্র। তাই এ বার ডেটিং অ্যাপ ‘গ্রাইন্ডার’ এ বিষয়ে তাদের উপভোক্তাদের সতর্ক করছে।

ডেটিং অ্যাপ ‘গ্রাইন্ডার’ তাদের উপভোক্তাদের মাঙ্কি পক্সের ব্যাপারে সতর্ক করছে

এই ডেটিং অ্যাপ মূলত সমকামী বা উভকামীদের জন্যই তৈরী। ‘টিন্ডার’-এ বিকল্প হিসাবে বহু মানুষ নিজেদের জীবনসঙ্গী পেতে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। সংস্থার পক্ষ থেকে ইউরোপ জুড়ে অ্যাপ ব্যবহারকারীদের জানানো হয়েছে, যদি কেউ সম্প্রতি নিজের যৌনসঙ্গীর গায়ে ফোসকা কিংবা র‌্যাশ লক্ষ্য করে থাকেন, তাহলে তাঁরা যেন তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। শুধু তা-ই নয়, এমনটা হলে কোন স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেই হদিসও মিলবে ‘গ্রাইন্ডার’-এর নিজস্ব ওয়েবসাইটে।

Trending Updates

এই সংস্থার তরফ থেকে প্রকাশিত এক বি়জ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা ইউরোপ জুড়ে যত মাঙ্কিপক্সের আক্রান্ত রোগীর খবর আসছে, তাঁদের মধ্যে বেশির ভাগই পুরুষ, যাঁরা কোনও পুরুষ সঙ্গীর সঙ্গে সঙ্গম করেছেন। এই রোগ মূলত যৌন মিলনের ফলেই ছড়াচ্ছে। এ ছাড়াও অপরের ব্যবহৃত কাপড়-জামা, বিছানা কিংবা যৌন খেলনা থেকেও এই রোগ ছড়াচ্ছে। তাই সতর্ক হন’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File