টেকনোলজি

গুগল ম্যাপের মাধ্যমেই এবার থেকে দেখা যাবে কোথায় কত টোল ট্যাক্স দিতে হবে

গুগল ম্যাপের মাধ্যমেই এবার থেকে দেখা যাবে কোথায় কত টোল ট্যাক্স দিতে হবে
Key Highlights

যাত্রাপথে এবার থেকে যাত্রী নিজেই তাঁর Google Maps অ্যাপে দেখে নিতে পারবেন, পথের কোথায় কোথায় টোল ট্যাক্স দিতে হবে। এছাড়াও মিলবে টোল পাস।

গুগল ম্যাপ একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। এবার তারা তাদের অ্যাপের ব্যবহারকারীদের টোল ট্যাক্সের পরিমাণও দেখিয়ে দেবে। দেবে 'টোল পাস'।

সংস্থা ঘোষণা করেছে, যখনই কোনও যাত্রী যাত্রা শুরু করবেন, তিনি তার গুগল অ্যাপে দেখে নেবেন, পথের কোথায় কোথায় টোল ট্যাক্স দিতে হবে। সংশ্লিষ্ট টোল ট্যাক্স সংস্থার থেকেই আগাম ব্যবহারকারীর কাছে বার্তা চলে আসবে। অ্যাপ এ-ও দেখাবে, সপ্তাহের কোন দিন সেটি, এবং সংশ্লিষ্ট টোল পয়েন্টে সেই মুহূর্তে কোন গাড়ির জন্য কত ট্যাক্স ধার্য।

শুধু তাই নয়, নতুন ফিচার দেখাবে, সংশ্লিষ্ট যাত্রীর যে গন্তব্য তা কত সহজে ও কম দূরত্ব অতিক্রম করে যাওয়া যাবে।  

গুগল ম্যাপের এই নতুন রিভাইজড অ্যাপ যে শুধু রাস্তার টোল প্লাজা ও সেখানে ধার্য টোলের পরিমাণই জানাবে, তা নয়; ব্যবহারকারীকে তা এ-ও দেখাবে, কী ভাবে যে-পথে টোল দিতে হবে সেই পথ এড়িয়ে ভিন পথে সংশ্লিষ্ট যাত্রী তাঁর গন্তব্যে পৌঁছতে পারবেন।


Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Donald Trump | আমেরিকায় আমদানি হওয়া গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের!
Supreme Court | গাছ কাটা নরহত্যার চেয়েও খারাপ ! বেআইনিভাবে গাছ কাটলে কোনও ক্ষমা নয়, বার্তা সুপ্রিম কোর্টের
Telengana | খালি মহিলা কামরায় ধর্ষণের চেষ্টা! যুবকের হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর!
Salary Allowance | এক লাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদ এবং প্রাক্তন সাংসদদের!
Meerut Murder Case | ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক! Google থেকে মুসকান শেখে খুনের পদ্ধতি! প্রেসক্রিপশন বদলে আনে ঘুমের ওষুধ!
Chinmay Prabhu | কেন চিন্ময় কৃষ্ণের জামিন হবে না? জারি করা রুলে শুনানির দিন ধার্য!