খেলাধুলা

UEFA Euro 2024 । ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি-স্পেন ও পর্তুগাল-ফ্রান্স!

UEFA Euro 2024 । ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি-স্পেন ও পর্তুগাল-ফ্রান্স!
Key Highlights

গ্রুপ পর্বের পর শেষ হয়ে গিয়েছে ইউরো ২০২৪-এর প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। ইতিমধ্যেই মোট ৮ দল পৌছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। সূচি অনুযায়ী, আজ অর্থাৎ ৫ জুলাই ভারতীয় সময়ে রাত ৯.৩০ মিনিটে জার্মানি বনাম স্পেন (germany vs spain) এর খেলা। এরপর ভারতীয় সময়ে ৬ জুলাই রাত ১২.৩০ মিনিটে পর্তুগাল বনাম ফ্রান্স (portugal vs france) এর খেলা। প্রসঙ্গত,শনিবার ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের পরই রয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ।

গ্রুপ পর্বের পর শেষ হয়ে গিয়েছে ইউরো ২০২৪-এর প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। ইতিমধ্যেই মোট ৮ দল পৌছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। সূচি অনুযায়ী, আজ অর্থাৎ ৫ জুলাই ভারতীয় সময়ে রাত ৯.৩০ মিনিটে জার্মানি বনাম স্পেন (germany vs spain) এর খেলা। এরপর ভারতীয় সময়ে ৬ জুলাই রাত ১২.৩০ মিনিটে পর্তুগাল বনাম ফ্রান্স (portugal vs france) এর খেলা। 

শেষ আটের লড়াইয়ে ফোকাসে ফ্রান্স বনাাম পর্তুগাল (france vs portugal) ম্যাচ। এবারের ইউরো কাপের অন্যতম আর্কষণীয় ম্যাচ হতে চলেছে। এমবাপে বনাম রোনাল্ডোর লড়াই। ‘গুরু’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে টস করে কোয়ার্টার ফাইনালের শুরু করবেন ‘শিষ্য’ কিলিয়ান এমবাপে। ফ্রান্স বনাাম পর্তুগাল (france vs portugal) ম্যাচটি হ্যামবার্গে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬-এ পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স বেলজিয়ামের আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ আটের জায়গা পাকা করেছে। অন্যদিকে, জার্মানি বনাম স্পেন (germany vs spain) ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালই নয়, সেমিফাইনালেও দুই শক্তিধর দেশের মহাদ্বৈরথ নিশ্চিত। 

প্রসঙ্গত,শনিবার ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের পরই রয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। এই ম্যাচটি খেলা হবে বার্লিনে। দুটো দলই ১৬ বছর পর আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে।ইউরো কাপের সেমিফাইনাল রয়েছে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয়টি হবে ১০ জুলাই। স্পেন ও জার্মানির মধ্যে যে দল জিতবে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল বনাম ফ্রান্স (portugal vs france) ম্যাচের বিজয়ী দলের। অন্যদিকে ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের জয়ী দল নেদারল্যান্ডস বনাম তুরস্ক ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে নামবে।


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]