খেলাধুলা

Mitali Raj : অবসরের পর কি করবেন মিতালি ?

Mitali Raj : অবসরের পর কি করবেন মিতালি ?
Key Highlights

Women’s Cricket-এর ইতিহাসে অন্য়তম সেরা খেলোয়াড় Mithali Raj। আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান Indian Women’s Cricket Team-এর প্রাক্তন অধিনায়ক। তারপর তিনি নতুন লক্ষ্যে এগিয়ে যাবেন।

২২ বছর ২৭৪ দিন জাতীয় দলের হয়ে পারফর্ম করেছেন মহিলা ক্রিকেটার মিতালি রাজ। তাঁকে জড়িয়ে একাধিক বিতর্ক থাকলেও, কখনও নিজের ফর্ম হারাতে দেননি। Indian Women’s Cricket Team-এ নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন। দীর্ঘ যাত্রার অবসান ঘটিয়ে ৩৯ বছর বয়সে সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই মহীয়সী।

সবাই বলে অবসর নেওয়া কঠিন। আমিও এটা নিয়ে গত কয়েক বছর ধরে ভেবেছি। আমার বাবা সবসময় বলতেন, বেশি জড়িয়ে ফেলো না নিজেকে। সেটা হলে ছাড়তে অসুবিধা হয়। এরপর আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলতে থাকি। আমি ক্রিকেট নিয়ে প্যাশনেট ছিলাম, কিন্তু এটাকেই আমার সবকিছু ভাবিনি কোনওদিন। আমি থামব, এটা ঠিক করেছিলাম। আমার তাতে কোনও অসুবিধা হয়নি। ক্রিকেট খেলা ছাড়ার পরেও আমার মধ্যে কোনও পরিবর্তন হয়নি।

Mitali Raj

World Cup Semi-Final খেলতে না পারা তাঁকে তাড়িয়ে বেড়ায়। মানসিক দিক থেকে ক্রিকেট ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলেও আশা করেছিলেন World Cup ঘরে আনবেন। কিন্তু সেটা হয়নি। গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়ে হয় তাঁদের। Women’s ODI-তে সবচেয়ে বেশি রান সংগ্রাহক Mithali Raj। তাঁর মোট রান ৭ হাজার ৮০৫।

তবে মিতালি তাঁর ভবিষ্যতের পরিকল্পনা সম্বন্ধে জানিয়েছেন, যে তিনি ক্রিকেট খেলার সময়ই ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু আমি প্রশাসনে যোগ দিতে ইচ্ছুক। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ফলে আমি জানি দলের কী প্রয়োজন, ক্রিকেটারদের কী চাহিদা। অথবা মেন্টরও হতে পারেন তিনি। 


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo