খেলাধুলা

Mitali Raj : অবসরের পর কি করবেন মিতালি ?

Mitali Raj : অবসরের পর কি করবেন মিতালি ?
Key Highlights

Women’s Cricket-এর ইতিহাসে অন্য়তম সেরা খেলোয়াড় Mithali Raj। আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান Indian Women’s Cricket Team-এর প্রাক্তন অধিনায়ক। তারপর তিনি নতুন লক্ষ্যে এগিয়ে যাবেন।

২২ বছর ২৭৪ দিন জাতীয় দলের হয়ে পারফর্ম করেছেন মহিলা ক্রিকেটার মিতালি রাজ। তাঁকে জড়িয়ে একাধিক বিতর্ক থাকলেও, কখনও নিজের ফর্ম হারাতে দেননি। Indian Women’s Cricket Team-এ নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন। দীর্ঘ যাত্রার অবসান ঘটিয়ে ৩৯ বছর বয়সে সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই মহীয়সী।

সবাই বলে অবসর নেওয়া কঠিন। আমিও এটা নিয়ে গত কয়েক বছর ধরে ভেবেছি। আমার বাবা সবসময় বলতেন, বেশি জড়িয়ে ফেলো না নিজেকে। সেটা হলে ছাড়তে অসুবিধা হয়। এরপর আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলতে থাকি। আমি ক্রিকেট নিয়ে প্যাশনেট ছিলাম, কিন্তু এটাকেই আমার সবকিছু ভাবিনি কোনওদিন। আমি থামব, এটা ঠিক করেছিলাম। আমার তাতে কোনও অসুবিধা হয়নি। ক্রিকেট খেলা ছাড়ার পরেও আমার মধ্যে কোনও পরিবর্তন হয়নি।

Mitali Raj

World Cup Semi-Final খেলতে না পারা তাঁকে তাড়িয়ে বেড়ায়। মানসিক দিক থেকে ক্রিকেট ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলেও আশা করেছিলেন World Cup ঘরে আনবেন। কিন্তু সেটা হয়নি। গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়ে হয় তাঁদের। Women’s ODI-তে সবচেয়ে বেশি রান সংগ্রাহক Mithali Raj। তাঁর মোট রান ৭ হাজার ৮০৫।

তবে মিতালি তাঁর ভবিষ্যতের পরিকল্পনা সম্বন্ধে জানিয়েছেন, যে তিনি ক্রিকেট খেলার সময়ই ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু আমি প্রশাসনে যোগ দিতে ইচ্ছুক। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ফলে আমি জানি দলের কী প্রয়োজন, ক্রিকেটারদের কী চাহিদা। অথবা মেন্টরও হতে পারেন তিনি। 


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!