SIR | ERO এবং AEROদের শিয়রে সমন, নথি আপলোডে ভুল হলেই পেতে হবে শাস্তি!- ঘোষণা কমিশনের

Thursday, January 29 2026, 3:40 pm
SIR | ERO এবং AEROদের শিয়রে সমন, নথি আপলোডে ভুল হলেই পেতে হবে শাস্তি!- ঘোষণা কমিশনের
highlightKey Highlights

ভোটারদের শুনানির নথি আপলোডে ইচ্ছাকৃত ভুলের দরুণ শাস্তি পেতে হতে পারে ইআরও এবং এইআরও দের।


উত্তর কলকাতার এক বিধানসভার EROর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোডের অভিযোগ উঠতেই কড়া কমিশন। সূত্রের খবর, ভোটারের তথ্য হিসাবে পাসপোর্টের কথা উল্লেখ করেও নথি হিসাবে আধার কার্ড, প্যান কার্ডের ছবি আপলোড করেছেন ওই ইআরও। এমনকি শুনানিতে হাজির হওয়া ভোটারের ছবিও আলাদা করে তোলা হয়েছে। কমিশনের এক আধিকারিকের কথায়, “পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় ইচ্ছাকৃত ভুল তবে শাস্তি দেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিককে।” কমিশন সূত্রে খবর, বিশেষ রোল পর্যবেক্ষকদের এই ধরনের ভুল চিহ্নিত করতে বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File