মহিলা ক্রিকেট দল থেকে ভারতের ‘রাজ’ শেষ, সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ক্রিকেটার মিতালি রাজ

Wednesday, June 8 2022, 3:40 pm
highlightKey Highlights

দীর্ঘ ২৩ বছরের যাত্রায় ইতি। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয়েছিল মিতালি রাজের। গত ২৭শে মার্চ শেষ ম্যাচ খেলে ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। শেষ ম্যাচ খেলেছেন মহিলা বিশ্বকাপে, গত ২৭ মার্চ। দীর্ঘ দিন ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনায় দাঁড়ি টানলেন তিনি।

অবসর নিলেন মিতালি রাজ, জানুন কী বললেন তিনি  

নেটমাধ্যমে এক বিবৃতি পোস্ট করে মিতালি লিখেছেন, ‘ছোটবেলাতেই একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম। ভারতের নীল জার্সি পরব। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে সম্মানের ছিল। যাত্রাপথে বেশির ভাগ সময়টাই ভাল ভাবে কাটিয়েছি। খুব কম সময়েই খারাপ অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতাই আমার কাছে আলাদা ছিল। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ এবং উপভোগ্য বছর ছিল। সব যাত্রাই এক দিন শেষ হয়। আজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

Trending Updates

তিনি আরও লিখেছেন, ‘যত বারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা সারা জীবন মনে রাখব। মনে হয়, এখন ক্রিকেটজীবন শেষ করার সেরা সময়। আমাদের দল কিছু তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের হাতে সুরক্ষিত রয়েছে। মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File