Padma Shri Awards 2026 | ২০২৬-এর ১৩১টি পদ্মশ্রী পুরস্কারের পূর্ণ তালিকা দেখে নিন একনজরে

Sunday, January 25 2026, 4:42 pm
Padma Shri Awards 2026 | ২০২৬-এর ১৩১টি পদ্মশ্রী পুরস্কারের পূর্ণ তালিকা দেখে নিন একনজরে
highlightKey Highlights

তালিকায় রয়েছেন এ ই মুথুনয়াগম (বিজ্ঞান ও প্রকৌশল, কেরালা), অনিল কুমার রাস্তোগী (শিল্পী, উত্তরপ্রদেশ), আঙ্কে গৌড়া এম (সমাজসেবা, কর্ণাটক), আর্মিডা ফার্নান্দেজ (চিকিৎসা, মহারাষ্ট্র), অরবিন্দ বৈদ্য (শিল্পকলা, গুজরাট), অশোক খাড়ে (ব্যবসা ও শিল্প, মহারাষ্ট্র), অশোক কুমার সিং (বিজ্ঞান ও প্রকৌশল, উত্তরপ্রদেশ), অশোক কুমার হালদার (সাহিত্য ও শিক্ষা, পশ্চিমবঙ্গ), বলদেব সিং (খেলাধুলা, পাঞ্জাব) এবং অন্যান্য।


পদ্মশ্রী সম্মানে সম্মানিত ১১৩ জনের তালিকা: এ ই মুথুনয়াগম (বিজ্ঞান ও প্রকৌশল, কেরালা), অনিল কুমার রাস্তোগী (শিল্পী, উত্তরপ্রদেশ), আঙ্কে গৌড়া এম (সমাজসেবা, কর্ণাটক), আর্মিডা ফার্নান্দেজ (চিকিৎসা, মহারাষ্ট্র), অরবিন্দ বৈদ্য (শিল্পকলা, গুজরাট), অশোক খাড়ে (ব্যবসা ও শিল্প, মহারাষ্ট্র), অশোক কুমার সিং (বিজ্ঞান ও প্রকৌশল, উত্তরপ্রদেশ), অশোক কুমার হালদার (সাহিত্য ও শিক্ষা, পশ্চিমবঙ্গ), বলদেব সিং (খেলাধুলা, পাঞ্জাব), ভগবানদাস রায়কওয়ার (খেলাধুলা, মধ্যপ্রদেশ), ভরত সিং ভারতী (শিল্পকলা, বিহার), ভিকাল্যা লাডক্যা ধিন্ডা (শিল্পকলা, মহারাষ্ট্র), বিশ্ব বন্ধু (মরণোত্তর), (শিল্পকলা, বিহার), ব্রিজ লাল ভাট (সমাজসেবা, জম্মু ও কাশ্মীর), বুদ্ধ রশ্মি মণি (প্রত্নতত্ত্ব, উত্তরপ্রদেশ), বুধরি তাতি (সমাজসেবা, ছত্তিশগড়), চন্দ্রমৌলি গাদ্দামানুগু (বিজ্ঞান ও প্রকৌশল, তেলেঙ্গানা), চরণ হেমব্রম (সাহিত্য ও শিক্ষা, ওড়িশা), চিরঞ্জি লাল যাদব (শিল্পী, উত্তরপ্রদেশ), দীপিকা রেড্ডি (শিল্পকলা, তেলেঙ্গানা), ধার্মিকলাল চুন্নিলাল পান্ড্যা (শিল্পকলা, গুজরাট), গাড্ডে বাবু রাজেন্দ্র প্রসাদ (শিল্পকলা, অন্ধ্রপ্রদেশ), গফরুদ্দিন মেওয়াতি জোগী (শিল্পকলা, রাজস্থান), গম্ভীর সিং ইয়োনজোন (সাহিত্য ও শিক্ষা, পশ্চিমবঙ্গ), গারিমেলা বালকৃষ্ণ প্রসাদ (মরণোত্তর), (শিল্পকলা, অন্ধ্রপ্রদেশ), গায়ত্রী ও রঞ্জনী (যুগল) (শিল্পকলা, তামিলনাড়ু), গোপাল জি ত্রিবেদী (বিজ্ঞান ও প্রকৌশল, বিহার), গুডুরু ভেঙ্কট রাও (চিকিৎসা, তেলেঙ্গানা), এইচ ভি হান্ডে (চিকিৎসা, তামিলনাড়ু), হেইলি ওয়ার (সমাজসেবা, মেঘালয়), হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), (শিল্পকলা, পশ্চিমবঙ্গ), হরিচরণ সাইকিয়া (শিল্পকলা, আসাম), হরমনপ্রীত কৌর ভুল্লার (খেলাধুলা, পাঞ্জাব), ইন্দ্রজিৎ সিং সিধু (সমাজসেবা, চণ্ডীগড়), জনার্দন বাপুরাও বোথে (সমাজসেবা, মহারাষ্ট্র), যোগেশ দেউরি (অন্যান্য - কৃষি, আসাম), জুজার ওয়াসি (বিজ্ঞান ও প্রকৌশল, মহারাষ্ট্র), জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা, পশ্চিমবঙ্গ), কে পাজানিভেল (খেলাধুলা, পুদুচেরি), কে রামাস্বামী (বিজ্ঞান ও প্রকৌশল, তামিলনাড়ু), কে বিজয় কুমার (সিভিল সার্ভিস, তামিলনাড়ু), কবীন্দ্র পুরকায়স্থ (মরণোত্তর) (জনसेवा, আসাম), কৈলাশ চন্দ্র পন্ত (সাহিত্য ও শিক্ষা, মধ্যপ্রদেশ), কলামণ্ডলম বিমলা মেনন (শিল্পকলা, কেরালা), কেবল কৃষ্ণ ঠকরাল (চিকিৎসা, উত্তরপ্রদেশ), খেম রাজ সুন্দরিয়াল (শিল্পকলা, হরিয়ানা), কোল্লাকল দেবকী আম্মা জি (সমাজসেবা, কেরালা), কৃষ্ণমূর্তি বালাসুম (বিজ্ঞান ও প্রকৌশল, তেলেঙ্গানা), কুমার বোস (শিল্পকলা, পশ্চিমবঙ্গ), কুমারস্বামী থঙ্গরাজ (বিজ্ঞান ও প্রকৌশল, তেলেঙ্গানা), লার্স-ক্রিশ্চিয়ান কোচ (শিল্পকলা, জার্মানি), লুডমিলা ভিক্টোরোভনা খোখলোভা (সাহিত্য ও শিক্ষা, রাশিয়া), মাধবন রঙ্গনাথন (শিল্পকলা, মহারাষ্ট্র), মগন্তি মুরলী মোহন (শিল্পকলা, অন্ধ্রপ্রদেশ), মহেন্দ্র কুমার মিশ্র (সাহিত্য ও শিক্ষা, ওড়িশা), মহেন্দ্র নাথ রায় (সাহিত্য ও শিক্ষা, পশ্চিমবঙ্গ), মমিদালা জগদেশ কুমার (সাহিত্য ও শিক্ষা, দিল্লি), মঙ্গলা কাপুর (সাহিত্য ও শিক্ষা, উত্তরপ্রদেশ), মীর হাজিভাই কাসমভাই (শিল্পকলা, গুজরাট), মোহন নাগর (সমাজসেবা, মধ্যপ্রদেশ), নারায়ণ ব্যাস (অন্যান্য - প্রত্নতত্ত্ব, মধ্যপ্রদেশ), নরেশ চন্দ্র দেব বর্মা (সাহিত্য ও শিক্ষা, ত্রিপুরা), নীলেশ বিনোদচন্দ্র মান্ডলেওয়ালা (সমাজসেবা, গুজরাট), নুরুদ্দিন আহমেদ (শিল্পকলা, আসাম), ওথুভার থিরুথানি স্বামীনাথন (শিল্পকলা, তামিলনাড়ু), পদ্মা গুরমেত (চিকিৎসা, লাদাখ), পলকোন্ডা বিজয় আনন্দ রেড্ডি (চিকিৎসা, তেলেঙ্গানা), পোখিলা লেকথেপি (শিল্পকলা, আসাম), প্রভাকর বাসবপ্রভু কোরে (সাহিত্য ও শিক্ষা, কর্ণাটক), প্রতীক শর্মা (চিকিৎসা, মার্কিন যুক্তরাষ্ট্র), প্রবীণ কুমার (খেলাধুলা, উত্তরপ্রদেশ), প্রেম লাল গৌতম (বিজ্ঞান ও প্রকৌশল, হিমাচল প্রদেশ), প্রসেনজিৎ চ্যাটার্জী (শিল্পকলা, পশ্চিমবঙ্গ), পুন্নিয়ামূর্তি নটেসন (চিকিৎসা, তামিলনাড়ু) আর কৃষ্ণন (মরণোত্তর) (শিল্পকলা, তামিলনাড়ু), আর ভি এস মণি (সিভিল সার্ভিস, দিল্লি), রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা, পশ্চিমবঙ্গ), রঘুপত সিং (মরণোত্তর), (অন্যান্য - কৃষি, উত্তরপ্রদেশ), রঘুবীর তুকারাম খেদকর (শিল্পকলা, মহারাষ্ট্র), রাজস্তপতি কালিয়াপ্পা গৌন্ডার (শিল্পকলা, তামিলনাড়ু), রাজেন্দ্র প্রসাদ (চিকিৎসা, উত্তরপ্রদেশ), রামা রেড্ডি মামিদি (মরণোত্তর) (অন্যান্য - পশুপালন, তেলেঙ্গানা), রামমূর্তি শ্রীধর (অন্যান্য - রেডিও সম্প্রচার, দিল্লি), রামচন্দ্র গোডবোলে ও সুনীতা গোডবোলে (যুগল), (চিকিৎসা, ছত্তিশগড়), রতিলাল বোরিসাগর (সাহিত্য ও শিক্ষা, গুজরাট), রোহিত শর্মা (খেলাধুলা, মহারাষ্ট্র), এস জি সুশীলাম্মা (সমাজসেবা, কর্ণাটক), সাঙ্গ্যুসাং এস পোঙ্গেনার (শিল্পকলা, নাগাল্যান্ড), নিরঞ্জন দাস (অন্যান্য - আধ্যাত্মিকতা, পাঞ্জাব), শরৎ কুমার পাত্র (শিল্পকলা, ওড়িশা), সরোজ মণ্ডল (চিকিৎসা, পশ্চিমবঙ্গ), সতীশ শাহ (মরণোত্তর), (শিল্পকলা, মহারাষ্ট্র), সত্যনারায়ণ নুওয়াল (ব্যবসা ও শিল্প, মহারাষ্ট্র), সবিতা পুনিয়া (খেলাধুলা, হরিয়ানা), শফি শৌক (সাহিত্য ও শিক্ষা, জম্মু ও কাশ্মীর), শশী শেখর ভেম্পতি (সাহিত্য ও শিক্ষা, কর্ণাটক), শ্রীরঙ্গ দেওবা লাড (অন্যান্য - কৃষি, মহারাষ্ট্র), শুভা ভেঙ্কটেশ আয়েঙ্গার (বিজ্ঞান ও প্রকৌশল, কর্ণাটক), শ্যাম সুন্দর (চিকিৎসা, উত্তরপ্রদেশ), সীমাঞ্চল পাত্রো (শিল্পকলা, ওড়িশা), শিবশঙ্করী (সাহিত্য ও শিক্ষা, তামিলনাড়ু), সুরেশ হনগওয়াড়ি (চিকিৎসা, কর্ণাটক), স্বামী ব্রহ্মদেব (সমাজসেবা, রাজস্থান), টি টি জগন্নাথন (মরণোত্তর) (ব্যবসা ও শিল্প, কর্ণাটক), তগা রাম ভিল (শিল্পকলা, রাজস্থান)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File