Padma Bhushan 2026 | ২০২৬-এ পদ্মভূষণ পাচ্ছেন কত জন? কজনই বা পাচ্ছেন পদ্মবিভূষণ? দেখে নিন সম্পূর্ণ তালিকা

Key Highlightsতালিকায় রয়েছে পাঁচটি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ। বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল এবং কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। কেরালা থেকে জনপরিষেবার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস; উত্তরপ্রদেশ থেকে শিল্পকলার জন্য বেহালাবাদক এন রাজম; কেরালা থেকে সাহিত্য ও শিক্ষার জন্য বিশিষ্ট মালয়ালম সাংবাদিক পি নারায়ণন।
১৩ জন পদ্মভূষণ পুরস্কার প্রাপক: অলকা ইয়াগনিক (শিল্পকলা, মহারাষ্ট্র) ভগত সিং কোশিয়ারি (জনসেবা, উত্তরাখণ্ড) কাল্লিপট্টি রামাস্বামী পালানিস্বামী (চিকিৎসা, তামিলনাড়ু) মামুট্টি (শিল্পকলা, কেরালা) নোরি দত্তাত্রেয়ুডু (চিকিৎসা, মার্কিন যুক্তরাষ্ট্র) পীযূষ পান্ডে (মরণোত্তর) (শিল্পকলা, মহারাষ্ট্র) এস কে এম মাইলানন্দন (সমাজসেবা, তামিলনাড়ু) শতাবধানী আর গণেশ (শিল্পকলা, কর্ণাটক) শিবু সোরেন (মরণোত্তর) (জনসেবা, ঝাড়খণ্ড) উদয় কোটাক (ব্যবসা ও শিল্প, মহারাষ্ট্র) ভি কে মালহোত্রা (মরণোত্তর) (জনসেবা, দিল্লি) ভেল্লাপ্পাল্লি নটেসন (জনসেবা, কেরালা) বিজয় অমৃতরাজ (খেলাধুলা, মার্কিন যুক্তরাষ্ট্র)। পদ্মবিভূষণ: মহারাষ্ট্র থেকে শিল্পকলার জন্য ধর্মেন্দ্র সিং দেওল (মরণোত্তর); কেরালা থেকে জনপরিষেবার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস; উত্তরপ্রদেশ থেকে শিল্পকলার জন্য বেহালাবাদক এন রাজম; কেরালা থেকে সাহিত্য ও শিক্ষার জন্য বিশিষ্ট মালয়ালম সাংবাদিক পি নারায়ণন; এবং জনপরিষেবার জন্য বর্ষীয়ান বাম নেতা ও কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন (মরণোত্তর)।
- Related topics -
- দেশ
- পদ্মভূষণ
- পদ্মশ্রী
- পদ্ম পুরস্কার 2025
- শিল্প
- শিল্পী
- শিল্প ও সাংস্কৃতি


