পরিবহন

সরকারি বাসের বিমার মেয়াদ শেষ হওয়ায় কড়া পদক্ষেপ নিতে পারে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম

সরকারি বাসের বিমার মেয়াদ শেষ হওয়ায় কড়া পদক্ষেপ নিতে পারে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম
Key Highlights

পরিবহণ দফতরের খবর, প্রায় বছর খানেক সময় ধরে পর্যায়ক্রমে সরকারি বাসের বিমার মেয়াদ শেষ হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করতে চান মন্ত্রী।

সরকারি বাসের বেশির ভাগেরই বিমার মেয়াদ শেষ হয়েছে। সেই প্রসঙ্গে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহণ দফতরের একটি সূত্রের দাবি, প্রায় বছর খানেক সময় ধরে পর্যায়ক্রমে সরকারি বাসগুলির বিমার মেয়াদ শেষ হয়েছে। তাই এখন নতুন করে সরকারি বাসগুলিকে বিমার আওতায় আনতে প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা প্রয়োজন।

এমতাবস্থায় কী ব্যবস্থা নিতে চলেছে পরিবহনমন্ত্রী! জানুন বিশদে

এ মুহূর্তে এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে চান পরিবহণ মন্ত্রী। তিনি বললেন, ‘‘এ বিষয়ে আমার সঙ্গে পরিবহণ সচিবের কথা হয়েছে। আমি পরিবহণ সচিবকে লিখিত ভাবে নির্দেশ দিয়েছি, যদি কোনও বাসের বিমা ও ফিট সার্টিফিকেট না থাকে, তা হলে সেই বাসকে রাস্তা নামানো যাবে না। সরকারি ও বেসরকারি, দু’রকমের বাসের ক্ষেত্রেই আমাদের এই নির্দেশ কার্যকর হবে।’’

পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘আমরা খুব শীঘ্রই সরকারি বাসগুলির বিমা করিয়ে নেব। এ নিয়ে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা চলছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’’ তবে বিমার ক্ষেত্রে সরকারি বাস কেন নিয়ম ভাঙছে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। আর এমন প্রশ্নের জবাব দিতেই মন্ত্রী ফিরহাদ কড়া অবস্থানের কথা বলেছেন। কারণ, গাড়ির বিমা পথ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।