আন্তর্জাতিক

রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরণ কাবুলে, নিহত হয়েছেন দুই রুশ কূটনীতিক

রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরণ কাবুলে, নিহত হয়েছেন দুই রুশ কূটনীতিক
Key Highlights

ভয়াবহ বিস্ফোরণের কবলে কাবুলের দারুল আমান এলাকা। জানা গিয়েছে রুশ দূতাবাসকে লক্ষ্য করে করা হয় হামলা।

সোমবার কাবুলের দারুল আমান এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রুশ দূতাবাসকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। বিস্ফোরণে দুই রুশ কূটনীতিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

কাবুলের নিরাপত্তা আধিকারিক বা আফগান প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এমনকী এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। তবে তালিবান কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানে আইএসের হামলা বেড়ে গিয়েছে।

কাবুলের আফগান মসজিদে আত্মঘাতী হামলা

গত সপ্তাহের শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মসজিদে এই বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন। ২১ জন আহত হয়েছেন। এই হামলায় মসজিদের ইমাম মাওলাবি মুজিব রহমান আনসারি নিহত হন। তালিবান শাসিত স্থানীয় প্রশাসন জানায়, জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তালিব প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে হেরাত প্রদেশে মসজিদে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, এই হামলার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দেওয়া হবে।

এক বছর আগে ২০২১ সালে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, ৩১শে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। তারপর আফগানিস্তানের একের পর এক শহর তালিবানের হেফাজতে চলে যায়। ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করে নেয়। কিন্তু ৩১শে আগাস্ট পর্যন্ত কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে ছিল। মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছেড়ে দেওয়ার পর সমস্ত আফগানিস্তান তালিবান দখল করে। সেই সময় তালিবান শাসনের ভয়ে বহু আফগান নাগরিক একাধিক দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেন।


West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে! ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Swami Vivekananda Jayanti | 'স্বামীজির শিক্ষাই যুবদের অনুপ্রেরণা'! বিবেকানন্দ জয়ন্তীতে উদযাপন যুব দিবসও! পড়ুন স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসের বাণী!
Mouth Ulcer | মুখের ঘা নিমেষের মধ্যে ঠিক করুন ঘরোয়া পদ্ধতিতে!
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
মাঘ বিহুর ইতিবৃত্ত এবং উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা | Details of Magh Bihu Festival in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar