আন্তর্জাতিক

রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরণ কাবুলে, নিহত হয়েছেন দুই রুশ কূটনীতিক

রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরণ কাবুলে, নিহত হয়েছেন দুই রুশ কূটনীতিক
Key Highlights

ভয়াবহ বিস্ফোরণের কবলে কাবুলের দারুল আমান এলাকা। জানা গিয়েছে রুশ দূতাবাসকে লক্ষ্য করে করা হয় হামলা।

সোমবার কাবুলের দারুল আমান এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রুশ দূতাবাসকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। বিস্ফোরণে দুই রুশ কূটনীতিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

কাবুলের নিরাপত্তা আধিকারিক বা আফগান প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এমনকী এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। তবে তালিবান কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানে আইএসের হামলা বেড়ে গিয়েছে।

কাবুলের আফগান মসজিদে আত্মঘাতী হামলা

গত সপ্তাহের শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মসজিদে এই বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন। ২১ জন আহত হয়েছেন। এই হামলায় মসজিদের ইমাম মাওলাবি মুজিব রহমান আনসারি নিহত হন। তালিবান শাসিত স্থানীয় প্রশাসন জানায়, জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তালিব প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে হেরাত প্রদেশে মসজিদে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, এই হামলার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দেওয়া হবে।

এক বছর আগে ২০২১ সালে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, ৩১শে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। তারপর আফগানিস্তানের একের পর এক শহর তালিবানের হেফাজতে চলে যায়। ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করে নেয়। কিন্তু ৩১শে আগাস্ট পর্যন্ত কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে ছিল। মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছেড়ে দেওয়ার পর সমস্ত আফগানিস্তান তালিবান দখল করে। সেই সময় তালিবান শাসনের ভয়ে বহু আফগান নাগরিক একাধিক দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেন।


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo