TCS Share Price | ১২ হাজার কমী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে আসতেই পড়লো TCS এর শেয়ার!
Monday, July 28 2025, 7:08 am

TCSএ ১২ হাজার কমী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে আসতেই পতন TCS এর শেয়ারে।
TCSএ ১২ হাজার কমী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে আসতেই পতন TCS এর শেয়ারে। সোমবার সকালে বাজার খুলতেই TCS এর শেয়ার পড়ে যায় প্রায় ২ শতাংশ। যদিও পড়ে তা অনেকটাই রিকভার করে। তবে এদিন বিএসইতে TCS এর শেয়ারের দাম ১.৬৯% কমে ₹৩,০৮১.২০ হয়েছে, যা নিফটি আইটি সূচকে অন্যতম পতনশীল স্টক। পাশাপাশি ইনফোসিস ও উইপ্রোও ১% এরও বেশি কমেছে, যার ফলে নিফটি আইটি সূচক ১.৬% কমেছে। এদিন বেলা ১২টা নাগাদ কোম্পানির শেয়ারে ১ শতাংশ পতন দেখা যায়। TCS শেয়ারের দাম বেঞ্চমার্ক সূচকগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম পারফর্ম করেছে।