তৃণমূল নেতা মানস ভুঁইঞাকে আইকোর কান্ডে এবার সিবিআই নোটিশ
Monday, March 15 2021, 1:04 pm
Key Highlightsআইকোর কান্ডে এবার নজরে সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞা। জিজ্ঞাসবাদের জন্য অতি শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। জানা গেছে, আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও কিছুদিন আগে প্রকাশ্যে আসে। যেখানে মানস ভুঁইঞাকে আইকোরের সমর্থনে একাধিক বক্তব্য রাখতে দেখা গেছে। এছাড়াও আইকোর কান্ডে জেরায় একাধিক ব্যক্তির ব্যক্তব্যেই মানস ভুঁইঞার নাম উঠে আসে। সেই কারণেই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা।