Mappls vs Google Maps | গুগল ম্যাপের গুগলিতে নাজেহাল? এবার পথ খুঁজতে ব্যবহার করুন দিশি অ্যাপ 'ম্যাপেলস'!

Wednesday, October 22 2025, 3:47 pm
highlightKey Highlights

ভারতীয় ব্যবহারকারীদের জন্য ম্যাপেলস নিয়ে এসেছে এমন কিছু বিশেষ সুবিধা যা এই ম্যাপেলসকে গুগল ম্যাপের থেকে অনেকটা এগিয়ে রাখবে।


কলকাতা হোক বা কালিম্পঙ, ভারতীয়রা চোখ বুজে বিশ্বাস করে গুগল ম্যাপকে। তবে জটিল গলিঘুঁজিতে গুগলের ম্যাপ অনেক সময় সঠিক ভাবে কাজ করে না। এই সমস্যার সমাধান করেছে ‘ম্যাপ মাই ইন্ডিয়া’ নামের একটি সংস্থা। সম্প্রতি তাঁরা লঞ্চ করেছে দেশের নিজস্ব ম্যাপ, নতুন অ্যাপ 'ম্যাপেলস'। ম্যাপেলসে রয়েছে ইন্টিগ্রেটেড ডিজি পিন যার সাহায্যে দেশের যে কোনও স্থানে আপনি চলে যেতে পারবেন। অ্যাপটিতে রয়েছে একটি টোল এবং ট্রিপ কস্ট ক্যালকুলেটর। অতএব ঘুরতে গেলে কত টাকা খসবে তাও জানতে পারবেন আগেই। থাকছে লাল বা সবুজ বাতির ট্র্যাফিক কাউন্টডাউনও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File