সেলিব্রিটি

লাল বেনারসি, সোনার গয়নায় নিজের বাড়ির লক্ষ্মী প্রতিমাকে সাজালেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য

লাল বেনারসি, সোনার গয়নায় নিজের বাড়ির লক্ষ্মী প্রতিমাকে সাজালেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য
Key Highlights

প্রতিবারই বাড়ির প্রতিমাকে নিজের হাতে সাজিয়ে তোলেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য। এইবছর তাঁর বাড়ির লক্ষ্মীপ্রতিমা সেজেছেন লাল টুকটুকে শাড়িতে।

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পূজোর তোড়জোড়। ভোগ থেকে শুরু করে প্রতিমা সাজানো, পূজোর জোগাড়ে ব্যস্ত অপরাজিতা আঠ্য। প্রতি বছরের মতোই লক্ষ্মীপুজোর দিনে অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজের হাতে সোনার গয়নায় মুড়ে দিয়েছেন তাঁর বাড়ির প্রতিমাকে। এবছর লাল রঙের শাড়ি পড়ানো হয়েছে মা লক্ষ্মী কে। 

এই বছর লক্ষ্মীপুজোর কী কী পরিকল্পনা রয়েছে? জেনে নেওয়া যাক অপরাজিতর কোজাগরীর সাতকাহন

গত দুবছর অতি মরী এবং পারিবারিক কিছু সমস্যা থাকায় সেভাবে মাতৃ আরাধনা করতে পারেননি অভিনেত্রী। খুব সামান্য কিছু আয়োজন করেই পূজো করতে হয়েছিল তাকে তাই এবছর আর কোন কিছুতেই কমতি রাখতে চাননা অভিনেত্রী! সাজসজ্জা থেকে ভোগ সবেতেই রয়েছে এলাহী আয়োজন। এদিন অপরাজিতার নিজেরও লক্ষ্মী বশে। নিজেকে সাজিয়ে তোলেন। টানা নথ, লাল শাড়ি, কপালে বড় টিপ আর হাতে চওড়া শাঁখা পলায় অপরাজিতাও হয়ে ওঠেন লক্ষ্মীমন্ত।

কোজাগরী আরাধনায় ব্যস্ত অভিনেত্রী জানালেন, 'গতকাল রাতে মাকে সাজিয়েছি। লাল শাড়ি, সোনার গয়নায় এক্কেবারে বাঙালি সাবেকি সাজ। রঙও করেছি। গত দু-বছর আমাদের বাড়িতে তেমন আড়ম্বর করে পুজো হয়নি। করোনা, আমার শ্বশুরের মৃত্যু, সব মিলিয়ে চেনা পুজোটা করতে পারিনি। এইবছর আবার খিচুড়ি, লাবড়া, পায়েস দিয়ে ভোগের আয়োজন করা হয়েছে।'   


KIFF 2025 | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?
Mohun Bagan | ISL নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা, অনির্দিষ্টকালের জন্যে অনুশীলন বন্ধ করলো মোহনবাগান!
Weather Update | শীতের কবলে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Srabani Mela | কুম্ভমেলা থেকে শিক্ষা, তারকেশ্বরের শ্রাবনী মেলায় তৎপর প্রশাসন!
IRCTC | চলন্ত ট্রেন থেকে রেললাইনে ময়লা ফেলছেন রেলকর্মীই! ভিডিও প্রকাশ্যে আসতেই সাসপেন্ড কর্মী
R G Kar | 'তিলোত্তমা' ধর্ষণ ও খুনের দিন ভোরে সেমিনার রুম চত্বরের বাথরুমেই রক্তের দাগ ধুয়েছিলেন জুনিয়র ডাক্তার
Breaking News | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?