সেলিব্রিটি

লাল বেনারসি, সোনার গয়নায় নিজের বাড়ির লক্ষ্মী প্রতিমাকে সাজালেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য

লাল বেনারসি, সোনার গয়নায় নিজের বাড়ির লক্ষ্মী প্রতিমাকে সাজালেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য
Key Highlights

প্রতিবারই বাড়ির প্রতিমাকে নিজের হাতে সাজিয়ে তোলেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য। এইবছর তাঁর বাড়ির লক্ষ্মীপ্রতিমা সেজেছেন লাল টুকটুকে শাড়িতে।

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পূজোর তোড়জোড়। ভোগ থেকে শুরু করে প্রতিমা সাজানো, পূজোর জোগাড়ে ব্যস্ত অপরাজিতা আঠ্য। প্রতি বছরের মতোই লক্ষ্মীপুজোর দিনে অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজের হাতে সোনার গয়নায় মুড়ে দিয়েছেন তাঁর বাড়ির প্রতিমাকে। এবছর লাল রঙের শাড়ি পড়ানো হয়েছে মা লক্ষ্মী কে। 

এই বছর লক্ষ্মীপুজোর কী কী পরিকল্পনা রয়েছে? জেনে নেওয়া যাক অপরাজিতর কোজাগরীর সাতকাহন

গত দুবছর অতি মরী এবং পারিবারিক কিছু সমস্যা থাকায় সেভাবে মাতৃ আরাধনা করতে পারেননি অভিনেত্রী। খুব সামান্য কিছু আয়োজন করেই পূজো করতে হয়েছিল তাকে তাই এবছর আর কোন কিছুতেই কমতি রাখতে চাননা অভিনেত্রী! সাজসজ্জা থেকে ভোগ সবেতেই রয়েছে এলাহী আয়োজন। এদিন অপরাজিতার নিজেরও লক্ষ্মী বশে। নিজেকে সাজিয়ে তোলেন। টানা নথ, লাল শাড়ি, কপালে বড় টিপ আর হাতে চওড়া শাঁখা পলায় অপরাজিতাও হয়ে ওঠেন লক্ষ্মীমন্ত।

কোজাগরী আরাধনায় ব্যস্ত অভিনেত্রী জানালেন, 'গতকাল রাতে মাকে সাজিয়েছি। লাল শাড়ি, সোনার গয়নায় এক্কেবারে বাঙালি সাবেকি সাজ। রঙও করেছি। গত দু-বছর আমাদের বাড়িতে তেমন আড়ম্বর করে পুজো হয়নি। করোনা, আমার শ্বশুরের মৃত্যু, সব মিলিয়ে চেনা পুজোটা করতে পারিনি। এইবছর আবার খিচুড়ি, লাবড়া, পায়েস দিয়ে ভোগের আয়োজন করা হয়েছে।'   


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ATM Withdrawal Fee | বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ! কবে থেকে কত টাকা অতিরিক্ত দিতে হবে?
UPI | ব্যবহার করেন না UPI অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর? ১লা এপ্রিলের আগে সতর্ক হন! নাহলে বন্ধ হবে অ্যাকাউন্ট!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla