সেলিব্রিটি

৩১ কোটির আর্থিক তছরুপের মামলায় ‘টয়লেট এক প্রেম কথা’র প্রযোজক প্রেরণা, ইডি-র পক্ষ থেকে পাঠানো হল সমন

৩১ কোটির আর্থিক তছরুপের মামলায় ‘টয়লেট এক প্রেম কথা’র প্রযোজক প্রেরণা, ইডি-র পক্ষ থেকে পাঠানো হল সমন
Key Highlights

‘টয়লেট এক প্রম কথা’ প্রযোজক প্রেরণা আরোরার নামে আর্থিক প্রতারণার অভিযোগ আনলো ইডি। প্রায় ৩১ কোটি টাকার আর্থিক দুর্নিতীর অভিযোগ রয়েছে তাঁর নামে।

বুধবার ইডির তরফে সমন যায় প্রেরণার কাছে। তবে তিনি হাজিরা দিতে পারেননি ইডি-র অফিসে। সেই জায়গায় যায় প্রেরণার আইনজীবী। এবং কিছুটা সময় চেয়ে নেন। ইডি-র অফিসে জানানো হয়েছে কাজের জন্য বাইরে আছেন প্রেরণা। 

বলিউড প্রযোজক প্রেরনা অরোরার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

২০১৮ সালে Economic Offences Wing গ্রেফতার করে প্রেরণাকে। তখন তিনি মোশন পিকচার প্রোডাকশন হাউজ, ক্রিআর্জ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক ছিলেন। প্রযোজক বসু ভাগনানির ৩১.৬ কোটি টাকা তছরুপের অভিযোগে। আইপিসি-র ৪২০ (প্রতারণা) ও ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় তাঁর উপর অভিযোগ উঠেছিল। KriArj-এর সহ-প্রতিষ্ঠাতা অর্জুন এন কাপুর ও প্রতিমা আরোরা আর প্রেরণার নামে অভিযোগ ছিল বাসুকে ‘প্যাডম্যান’ ও ‘কেদারনাথ’ ছবিতে টাকা ঢালতে প্ররোচিত করার। 

সেই সময় বাসু ভাগনানিকে তাঁরা কথা দিয়েছিল ছবি মুক্তির পর প্রথম যে লাভের অঙ্ক আসবে তা দিয়ে মিটিয়ে দেওয়া হবে টাকা। এদিকে তাঁরা সেই অধিকার বিক্রি করে দেয় অন্য এক আর্থিক সংস্থাকে। প্রথমদিকে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বাসু ভাগনানিকে টাকা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। যার ফলে ক্ষতি হয় ৩১.৬ কোটির। পূজা ফিল্মসের ভৈদিকর প্রযোজকের হয়ে EOW-র কাছে অভিযোগ জমা দেয়। 


Amal Basu | যৌন হেনস্থার অভিযোগে ৬ বছরের কারাদন্ড ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারের, মুখ্যমন্ত্রীর ভাষণে বাধা দিয়েছিল যে
Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের