সেলিব্রিটি

৩১ কোটির আর্থিক তছরুপের মামলায় ‘টয়লেট এক প্রেম কথা’র প্রযোজক প্রেরণা, ইডি-র পক্ষ থেকে পাঠানো হল সমন

৩১ কোটির আর্থিক তছরুপের মামলায় ‘টয়লেট এক প্রেম কথা’র প্রযোজক প্রেরণা, ইডি-র পক্ষ থেকে পাঠানো হল সমন
Key Highlights

‘টয়লেট এক প্রম কথা’ প্রযোজক প্রেরণা আরোরার নামে আর্থিক প্রতারণার অভিযোগ আনলো ইডি। প্রায় ৩১ কোটি টাকার আর্থিক দুর্নিতীর অভিযোগ রয়েছে তাঁর নামে।

বুধবার ইডির তরফে সমন যায় প্রেরণার কাছে। তবে তিনি হাজিরা দিতে পারেননি ইডি-র অফিসে। সেই জায়গায় যায় প্রেরণার আইনজীবী। এবং কিছুটা সময় চেয়ে নেন। ইডি-র অফিসে জানানো হয়েছে কাজের জন্য বাইরে আছেন প্রেরণা। 

বলিউড প্রযোজক প্রেরনা অরোরার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

২০১৮ সালে Economic Offences Wing গ্রেফতার করে প্রেরণাকে। তখন তিনি মোশন পিকচার প্রোডাকশন হাউজ, ক্রিআর্জ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক ছিলেন। প্রযোজক বসু ভাগনানির ৩১.৬ কোটি টাকা তছরুপের অভিযোগে। আইপিসি-র ৪২০ (প্রতারণা) ও ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় তাঁর উপর অভিযোগ উঠেছিল। KriArj-এর সহ-প্রতিষ্ঠাতা অর্জুন এন কাপুর ও প্রতিমা আরোরা আর প্রেরণার নামে অভিযোগ ছিল বাসুকে ‘প্যাডম্যান’ ও ‘কেদারনাথ’ ছবিতে টাকা ঢালতে প্ররোচিত করার। 

সেই সময় বাসু ভাগনানিকে তাঁরা কথা দিয়েছিল ছবি মুক্তির পর প্রথম যে লাভের অঙ্ক আসবে তা দিয়ে মিটিয়ে দেওয়া হবে টাকা। এদিকে তাঁরা সেই অধিকার বিক্রি করে দেয় অন্য এক আর্থিক সংস্থাকে। প্রথমদিকে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বাসু ভাগনানিকে টাকা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। যার ফলে ক্ষতি হয় ৩১.৬ কোটির। পূজা ফিল্মসের ভৈদিকর প্রযোজকের হয়ে EOW-র কাছে অভিযোগ জমা দেয়। 


West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য