Oscars 2024 | ২২ বছরে প্রথম অস্কার জয় ক্রিস্টোফার নোলান! জয়জয়কার 'ওপেনহাইমার'-র! ইন মেমোরিয়মে নীতিন দেশাই! কী কী হলো অনুষ্ঠানে?

Monday, March 11 2024, 12:06 pm
highlightKey Highlights

৯৬তম অস্কার ২০২৪-এ ১৩টি মনোনয়নের মধ্যে ৭টি অস্কার জিতলো 'ওপেনহাইমার'। এই বছর কোনও ভারতীয় সেলিব্রিটি সুযোগ পাননি। একনজরে দেখে নিন বিজেতাদের তালিকা।


বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, প্রতিভা আর বিনোদন-এসব মিশিয়ে যা তৈরী হবে বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের  চলচ্চিত্র। বিশ্ব জুড়ে এই পরিচালকের বহু নামডাক হলেও ২২ বছরের খাটনিতে জোটেনি অস্কারের মতো পুরস্কারের সম্মান। তবে অস্কার ২০২৪ (Oscars 2024) অনুষ্ঠানে পূরণ হলো সেই স্বপ্ন। সোমবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হচ্ছে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আর সেখানেই নোলান তাঁর প্রথম অস্কার পুরস্কার। তবে এখানেই শেষ নয়, পরিচালনার জন্য অস্কার জয়ের পাশাপাশি, তাঁর চলচ্চিত্র 'ওপেনহাইমার' (Oppenheimer) জিতে নেয় সাত-সাতটা অস্কার! চলুন দেখে নেওয়া যাক অস্কার ২০২৪ (Oscars 2024) অনুষ্ঠানে কী কী হলো, কে জিতলেন পুরস্কার।\

৯৬তম অস্কারের মঞ্চে ঘোষণা করা হয়েছে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী-সহ বিনোদন জগতের নানা ক্ষেত্রের বিজয়ীদের নাম। অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। ‘ওপেনহেইমার’ মোট ১৩টি মনোনয়ন পেয়েছিল। তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরস্কার। ২২ বছরে এই প্রথমবার অস্কার সম্মান পেলেন ক্রিস্টোফার নোলান। স্বাভাবিকভাবেই আবেগতাড়িত বিশ্বজোড়া নোলান-প্রেমীরা। ‘দ্য ডার্ক নাইট’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘টেনেট’-এর মতো সিনেমা বানিয়ে বারবার অস্কারের মঞ্চে দেখা দিয়েছেন ঠিকই, কিন্তু সেরা পরিচালক হিসেবে আজ পর্যন্ত অস্কার পাননি নোলান।ভক্তদের অভিযোগ, কেন ‘দ্য ডার্ক নাইট’-এর জন্য অস্কার পাননি তিনি, কেন ‘ডানকার্ক’-এর সময় সেরা পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পরও বঞ্চিত হন নোলান। আজ সেই অভিমান যেন ভেঙে গেল ভক্তদের। অবশেষে, ২২ বছরের সেই অপেক্ষার ইতি। ক্রিস্টোফার নোলানকে তাঁর বহু কাঙ্ক্ষিত অস্কার এনে দিল ‘ওপেনহাইমার’৷

কেবল তিনিই নয়, এবছর সেরা ছবির জন্য অস্কার পেল ওপেনহেইমার। পুরস্কার তুলে দেন আল পাচিনো। পুরস্কার গ্রহণ করেন প্রযোজক এমা থমাস। ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে কিলিয়ান মারফি ওপেনহাইমার (Cillian Murphy Oppenheimer) এর জন্য পান অস্কার। ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবিতে জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। কিলিয়ান মারফি ওপেনহাইমার (Cillian Murphy Oppenheimer) এর তাঁর প্রথম অস্কার জিতে নেন। এছাড়াও ওপেনহাইমার এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে রবার্ট ডাউনি জুনিয়র (Robert Downey Jr.) অস্কার জিতেছেন। বেস্ট অরিজিনাল স্কোর ও সেরা ফিল্ম এডিটিং এর জন্যও এই সম্মান পেয়েছে নোলানের ওপেনহাইমার।

অস্কার ২০২৪ জয়ী তালিকা :

সেরা সিনেমা- ওপেনহাইমার

সেরা অভিনেতা- সিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুওর থিংস)

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপটেড স্ক্রিনপ্লে- আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিনপ্লে- অ্যানাটমি অফ আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুওর থিংস

সেরা কস্টিউম- পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার

অস্কার ২০২৪: ইন মেমোরিয়মে নীতিন দেশাই!

এনার ভারতে অস্কার পুরস্কার (Oscar Awards in India) না এলেও সোমবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) ৯৬তম অস্কার অনুষ্ঠানে ভারতীয় শিল্প নির্দেশক এবং প্রযোজনা ডিজাইনার নীতিন চন্দ্রকান্ত দেশাইকে শ্রদ্ধা জানায়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ‘মেমোরিয়াম’ শীর্ষক বিভাগে প্রতি বছর বিশ্ব চলচ্চিত্রের নির্বাচিত প্রয়াত বিশিষ্টজনেদের স্মরণ করা হয়। ২০২৪ এর অস্কার মঞ্চে প্রয়াত ভারতীয় শিল্প নির্দেশক ও প্রযোজক নিতিন দেশাইকে স্মরণ করা হয়। সুভাষ ঘাই, সঞ্জয় লীলা ভন্সালী-সহ বলিউডের একাধিক পরিচালকের ছবিতে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছিলেন নিতিন। ‘লগান’, ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘যোধা আকবর’-এর মতো ছবিতে তাঁর কাজ চর্চিত। গত বছর ২ অগস্ট আত্মহত্যা করেন ৫৭ বছর বয়সি নিতিন। মহারাষ্ট্রের কারজাতের স্টুডিয়ো থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। অস্কার মঞ্চে নিতিনকে তাঁর পুরো নাম ‘নিতিন চন্দ্রকান্ত দেশাই’ হিসেবেই উল্লেখ করা হয়। তাঁর সেরা কাজের কিছু ঝলক মঞ্চে প্রদর্শিতও হয়। দেশাই চারবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তবে অস্কার মঞ্চে ভারতীয় তারকাকে শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন এই প্রথম নয়। ২০২১ সালে অস্কার মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়, ইরফান খান, ঋষি কপূর, সুশান্ত সিংহ রাজপুত ও পোশাকশিল্পী ভানু আথাইয়াকে স্মরণ করা হয়েছিল।

নিতিন ছাড়াও অস্কার মঞ্চে ‘প্যারাসাইট’ ছবি খ্যাত দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সুন কিউনকে স্মরণ করা হয়। গত বছর ২৭ ডিসেম্বর তিনি আত্মহত্যা করেন। এ ছাড়াও এই বিভাগে অ্যাকাডেমির তরফে ‘ফ্রেন্ডস্‌’ তারকা ম্যাথিউ পেরি, সঙ্গীতশিল্পী ও অভিনেতা হ্যারি বেলাফন্টে, অভিনেতা পল রুবেনস, গ্লেন্ডা জ্যাকসন, রায়ান ও’নিল, রিচার্ড লুইস প্রমুখকে স্মরণ করা হয়।

উল্লেখ্য, এবার ভারতে অস্কার পুরস্কার (Oscar Awards in India) আসেনি একটাও। ভারতীয় পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’ (To Kill a Tiger) চলতি বছর ডকুমেন্টরি ফিচার ফিল্ম বিভাগে অস্কারের জন্য মনোনীতও হয়েছিল। তবে ভাগ্যের ফের পুরস্কার এল না ঘরে। জায়গা করে নিল ২০ ডেইজ ইন মারিউপোল (20 Days in Mariupol)। গত বছর ভারতে দু’টি বিভাগে অস্কার এসেছিল। ‘আরআরআর’ ছবির জন্য সেরা সঙ্গীতের পুরস্কার জিতে নিয়েছিল ‘নাটু নাটু’। তবে চলতি বছরেও অস্কার মঞ্চে ফিরে এসেছে এই ছবির প্রসঙ্গ। অনুষ্ঠানে অভিনেতা রায়ান গসলিং ও এমিলি ব্লান্ট সিনেমা জগতে স্টান্টম্যানদের শ্রদ্ধা জানাতে একটি দেড় মিনিটের ভিডিয়ো ক্লিপিং দেখান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File