ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সন্ধ্যায় ৭ টা ৫৭ মিনিটে নেপালে ভূমিকম্প হয়।

Saturday, November 12 2022, 4:55 pm
highlightKey Highlights

এক সপ্তাহে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল দিল্লিতে। কেঁপে উঠল উত্তর ভারতের একাংশও।


ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হল নেপাল। সন্ধ্যায় ভূমিকম্প হয়েছে।

উত্তর ভারতে ভূমিকম্প, দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে অনুভূত হয়েছে কম্পন

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিট ছয় সেকেন্ডে নেপালে ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২১২ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৭১ কিলোমিটার, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৩ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯৭ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৩০৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে।

ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে (ইংরেজি মতে বুধবার, ৯ নভেম্বর) যে স্থানে ভূমিকম্প হয়েছিল, সেই এলাকার কাছেই আজ ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেই পরিস্থিতিতে আজও উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের একাংশে কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। নেপাল থেকেও আপাতত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আজ বিকেল ৪ টে ২৫ মিনিট ২৮ সেকেন্ডে উত্তরাখণ্ডের পাউরি গারওয়ালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File