D. Gukesh | গ্র্যান্ড চেস ট্যুরে বাজিমাত বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের, জিতলেন 'র‍্যাপিড খেতাব'

Saturday, July 5 2025, 1:59 pm
highlightKey Highlights

গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র‍্যাপিড ২০২৫ টুর্নামেন্টে র‍্যাপিড খেতাব জিতলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ।


সদ্য নরওয়ে ওপেনে কার্লসেনকে হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। এবার তাঁর মুকুটে নয়া পালক। গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র‍্যাপিড দ্বিতীয়বার কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন গুকেশ। ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট পেয়ে জিতলেন র‍্যাপিড খেতাব। কার্লসেনকে হারানো যে কাকতালীয় নয় তা আবারও প্রমান করলেন ১৯ বছরের এই দাবাড়ু। গুকেশের কাছে হেরে কার্লসেন বলছেন, “খুব খারাপ পারফর্ম করেছি। আর গুকেশ নিজের সব সুযোগ কাজে লাগিয়েছে। সত্যি বলতে ও এখন বেশ ভালো খেলছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File