Rameshbabu Praggnanandhaa | সব ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে জয়! গুকেশের পর এবার কার্লসেনকে হারিয়ে নজির প্রজ্ঞানন্দের!
Thursday, July 17 2025, 7:25 am
Key Highlightsকার্লসেনকে হারিয়ে বাজিমাত করলেন ভারতের ১৯ বছর বয়সি তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ!
নরওয়ে ওপেনে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন দোম্মারাজু গুকেশ। এবার কার্লসেনকে হারিয়ে বাজিমাত করলেন ভারতের ১৯ বছর বয়সি তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ! লাস ভেগাসে আয়োজিত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ম্যাচে মাত্র ৩৯ চালেই কার্লসেনকে হারিয়ে দিলেন প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে প্রজ্ঞানন্দ যেমন গ্রুপ হোয়াইটের শীর্ষে পৌঁছলেন, তেমনি চ্যাম্পিয়নশিপ স্তরে কোয়ালিফাই করলেন। পাশাপাশি সব ফর্ম্যাটেই কার্লসেনের বিরুদ্ধে জয়ের নজির গড়লেন রমেশবাবু।
-  Related topics - 
 - খেলাধুলা
 - অন্য খেলা
 - দাবা
 - ম্যাগনাস কার্লসেন
 - রমেশবাবু প্রজ্ঞানন্দ
 

 