দেবীপক্ষের শুভারম্ভ, আজ মহালয়ার দিনে মহানগরীর কোন কোন রাস্তা খোলা এবং কোনগুলি বন্ধ থাকছে জেনে নিন
রবিবার ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত কোনওরকম পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না কলকাতায়, বন্ধ রাখা হবে কয়েকটি রাস্তাও
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হল দেবীপক্ষের। এই দিনে বহু মানুষ তর্পণ করতে আসেন শহরের বিভিন্ন ঘাটগুলিতে। ফলে শহরের রাস্তায় ভিড়ও হয় অনেক। তাই ভিড় নিয়ন্ত্রণে রাখতে কলকাতার রাস্তায় যান চলাচল অনেকক্ষেত্রেই কম করা হচ্ছে।
রবিবার মহালয়ার দিন বন্ধ থাকছে কলকাতার কয়েকটি রাস্তা, কতক্ষণের জন্য বন্ধ থাকছে জানুন বিশদে
মহালয়ার দিন কলকাতার রাস্তায় যান চলাচল অনেকক্ষেত্রেই নিয়ন্ত্রিত করা হবে। ফলে, রাস্তায় খানিক যানজট হওয়ার সম্ভাবনাও থাকছে। অতঃপর, রাস্তায় বেরোলে, হাতে একটু সময় নিয়ে বেরোন। রবিবার ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত কলকাতা শহরে কোনওরকম পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। যদিও ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি এবং সবজি, ফল ও দুধের গাড়ির জন্য। রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল নিষেধ থাকলেও পণ্যবাহী ছোট গাড়ি (১৬০০ কেজি ওজন পর্যন্ত) বিকেল ৪ টে থেকে যাতায়াত করতে দেওয়া হবে।
কিরণ শঙ্কর রায় রোড এবং স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে দক্ষিণ দিকে ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত কোনওরকম গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না। পূন্যার্থীদের গাড়িও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বাবুঘাটের রুটের বাসগুলিকেও ওই পথে যেতে দেওয়া হবে না। ওই বাসগুলিকে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ক্লাইড রোড ও কমিশনারেট রোড ক্রসিং এবং ক্লাইড রোড ও সেন্ট জর্জ রোডের ক্রসিং-এর পর পূন্যার্থীদের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি যেতে দেওয়া হবে। ওই পথ থেকে অন্যান্য গাড়িগুলি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
- Related topics -
- পরিবহন
- শহর কলকাতা
- যানবাহন
- মহালয়া
- পরিবহন দফতর