দেশ

Dearness Allowance Latest News | পুজোর মরশুমে ডিএ বৃদ্ধি! সরকারী কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলো মোদি সরকার!

Dearness Allowance Latest News | পুজোর মরশুমে ডিএ বৃদ্ধি! সরকারী কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলো মোদি সরকার!
Key Highlights

চতুর্থীর দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার। ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করায় বাংলার সঙ্গে বেড়ে গেলো ফারাক।

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance for Central Govt Employees) নিয়ে বড় খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সপ্তম বেতন কমিশনের আওতায় ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা হচ্ছে। আগেই জানা গিয়েছিল পুজোর আগেই কেন্দ্র মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ বাড়াতে পারে। সেই মতো বুধবার আরও চার শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করল কেন্দ্র।

মহার্ঘ ভাতা সর্বশেষ খবর (Dearness Allowance Latest News) অনুযায়ী, ইতিমধ্যে এই বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির ফলে তা পৌঁছাবে ৪২ শতাংশে। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর (Dearness Allowance Latest News) বলছে, অক্টোবরে ঘোষণা হলেও নতুন হারে ডিএ কার্যকর হবে জুলাই মাস থেকেই। ফলে গত কয়েক মাসের ‘এরিয়ার’ বা বকেয়াও পাবেন তাঁরা। মহার্ঘ ভাতার খবর (Dearness Allowance News) অনুযায়ী, বেসিক পে যদি হয় ১৮ হাজার টাকা। ৪২ শতাংশ হারে এতদিন মাসে মহার্ঘ ভাতা পাওয়া যেত ৭,৫৬০ টাকা। তবে এবার ডিএ ৪৬ শতাংশ হওয়ায় তা বেড়ে হবে ৮ হাজার ২৮০ টাকা। অর্থাৎ মাসে ৭২০ টাকা বেশি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা নতুন ডিএ বৃদ্ধির ফলে বকেয়ার অংশও আগামী মাসের বেতনের সঙ্গে পেয়ে যাবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে বাজারদরের উপরে। এর জন্য সরকারের শ্রম মন্ত্রকের অধীনস্থ সংস্থা শ্রম ব্যুরো অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের হিসাব করে জিনিসপত্রের বর্ধিত বাজারদর ঠিক করে। তার উপরেই নির্ভর করে কতটা ডিএ বাড়ানো হবে। ওই কাজে স্বীকৃত জাতীয় শ্রমিক ইউনিয়নগুলির প্রতিনিধিরাও অংশ নেন। শ্রম ব্যুরো গত ৩১ জানুয়ারি বর্ধিত বাজারমূল্য ৪.২৪ শতাংশ নির্ধারণ করে। সেই তথ্য অর্থ মন্ত্রকে জমা দেয়। তবে ডিএ হিসাব করার সময় ভগ্নাংশ বাদ দেওয়ার নিয়ম মেনেই ৪ শতাংশ বৃদ্ধি হল।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance for Central Govt Employees) বৃদ্ধিতে এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। ধরা যাক, এক জন কর্মী যদি ৩৬,৫০০ টাকা মাসিক বেতন পান তবে ৪২ শতাংশ হারে তাঁর ডিএ প্রাপ্তি হয় ১৫,৩৩০ টাকা। সেটা বেড়ে হবে ১৬,৪২৫ টাকা। অর্থাৎ, মাসিক আয় বাড়বে ১,৪৬০ টাকা। প্রসঙ্গত, এর আগে ২৪ সে মার্চের ঘোষণায় ১ লা জানুয়ারি থেকে মিলেছিল বর্ধিত ডিএ। তাতে ডিএ বেড়ে হয়েছিল ৪২ শতাংশ। এখন তা চার শতাংশ বেড়ে হল ৪৬ শতাংশ। আর তাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে হল ৪০ শতাংশ।

অন্যদিকে, বাংলায় ২০২০ সালে রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে ৩ শতাংশ ডিএ বেড়েছিল। এরপর চলতি বছর বাজেটের সময়ে আরও ৩ শতাংশ ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তবে এই সময়ের মধ্যে দফায় দফায় ডিএ বাড়িয়েছে কেন্দ্র। ২০২২ সালের ১লা এপ্রিল ও ১লা জুলাই ৩ ও ৪ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। গত ১লা জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ বেড়েছে। ফলে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance for Central Govt Employees) ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি দুর্গাপুজো ও দেওয়ালির উপহার হতে চলেছে। এর ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। প্রসঙ্গত, অনেকের এই মহার্ঘ ভাতার খবর (Dearness Allowance News) সম্পর্কে মত, সামনেই দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ এর সূচি রয়েছে। ফলে আম জনতার দৃষ্টি আকর্ষণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।


Aurora in India | ব্রিটেন, ফ্রান্স, ইতালি থেকে লাদাখ! অন্ধকার আকাশে অরোরার রংবেরঙের খেলা! তবু কেন উদ্বেগ বৈজ্ঞানিকদের মধ্যে?দেখুন ভিডিও!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য