ওমিক্রন নাকি সাধারণ সর্দি কাশি? কী ভাবে বুঝবেন আপনি ওমিক্রনে আতঙ্ক কি না তা জানুন
Tuesday, January 11 2022, 3:54 pm
Key Highlights
বর্তমানে ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, পরীক্ষা করালেই ধরা পড়ছে করোনা পজিটিভ। তবে সাধারণ সর্দি কাশি হলেও অনেকের মনে ওমিক্রনের আতঙ্ক ছড়াচ্ছে তাই সাধারণ ঠান্ডা লাগা আর ওমিক্রনের মধ্যে কী পার্থক্য রয়েছে তা জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ
ওমিক্রন এবং সাধারণ ঠান্ডালাগা এই দুই ক্ষেত্রেই উপসর্গের ধরনগুলি প্রায় একই রকম।। এরফলে অনেকে বুঝতেই পারছেন না, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, নাকি সাধারণ ঠান্ডা লেগেছে।
ওমিক্রনের সাধারণ লক্ষণগুলি জেনে নেওয়া যাক
এখনও পর্যন্ত ওমিক্রনের যে যে উপসর্গগুলি লক্ষ্য করা গিয়েছে, সেগুলি হল:
- গলাব্যথা
- সর্দি
- হাঁচি
- গায়ে-হাতে-পায়ে ব্যথা
- ক্লান্তি
উপরিউক্ত লক্ষণগুলি সাধারণ সর্দি জ্বরের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় তবে ওমিক্রনে সংক্রমিত হলে প্রথমের দিকে অনেকেরই গা বমি-বমি ভাব এবং মাথাঘোরার মতো সমস্যা দেখা দিচ্ছে। ইংরেজিতে যাকে বলে Nausea। এটিকে ওমিক্রনের প্রাথমিক লক্ষণ হিসাবে ধরা যেতে পারে। এছাড়াও কারও কারও ক্ষেত্রে কোমরে ব্যথা হচ্ছে। যেগুলি মোটেই সাধারণ ঠান্ডা লাগার উপসর্গ নয়। তাই ওমিক্রনের অন্য উপসর্গের পাশাপাশি এই লক্ষণগুলিও দেখলে আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।