ধেয়ে আসছে ঘূর্নিঝড় অশনি! আগামী সপ্তাহেই রাজ্যের আবহাওয়া আমূল পাল্টে যাবে

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে যা রবিবার অর্থাৎ আগামীকাল এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।


 রবি-সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হবে "অশনি"। এই ঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এর অবস্থান।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও শক্তিশালী এই ঘূর্ণিঝড়

রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় পরিনত হবে। এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে প্রাথমিকভাবে এগলেও পরবর্তীকালে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নেবে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা।

সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছু টা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার থেকে বুধবার এর মধ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File