বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, জানুন পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত । এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে বলে জানা যাচ্ছে।
দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ। শুষ্ক ও পরিষ্কার আকাশেই উদযাপিত হবে দোল উৎসব। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই । গতকাল দিনের বেলা তাপমাত্রা ৩° বেড়েছে আর আজ সকালে রাতের তাপমাত্রা ও ৩° বাড়ল। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বসন্তের পরিবেশে গরম আরও বাড়বে।
পরিষ্কার আকাশে নেই বৃষ্টির সম্ভাবনা, জেনে নেওয়া যাক তাপমাত্রার পারদ
আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি উপরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জেলায় জেলায় সকাল-সন্ধ্যা হালকা শীতের আমেজ থাকলেও ক্রমশ তা কমবে। শহর ও শহরতলির শীতের আমেজ উধাও হবে। আগামী তিন-চার দিনের তাপমাত্রা বাড়তে পারে। দিনের বেলায় গরম আবহাওয়া থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা নেই। কারণ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই কম। শুষ্ক বসন্তের আবহাওয়া আগামী কয়েক টা দিন এমনই থাকবে ওয়েদার আপডেটে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
- Related topics -
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- তাপমাত্রা