ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি! আসন্ন আইপিএল-এর পরই নিচ্ছেন অবসর
Key Highlightsঅবসর নিচ্ছেন ধোনি, দীর্ঘ আলোচিত বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুললেন ফ্রাঞ্চাইজির মুখ্য আধিকারিক।
আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ শুরু হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে আকস্মিক চেন্নাই সুপার কিংস-এর অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্তে অধিনায়কের পদে এসেছেন রবীন্দ্র জাডেজা।
এবার কী পাকাপাকিভাবে ক্রিকেট জগত থেকে অবসর নিচ্ছেন মাহি
২০২০ সালে অগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল কেরিয়ারে চেন্নাই সুপার কিংস ছাড়া অন্য কোনও স্থায়ী ফ্রাঞ্চাইজির হয়ে খেলেননি মাহি। যেই দুই মরসুম চেন্নাই সুপার কিংস নির্বাসিত ছিল সেই দুই মরসুম মাহি খেলেছিলেন রাইজিং পুনে সুপার জায়েন্টস-এর হয়ে।
আরও পড়ুন: নতুন মরসুমে কারা করতে চলেছেন ব্যাটে-বলে বাজিমাত? আইপিএলে নজরে কোন ৫ অলরাউন্ডার থাকবে জানেন কী
বিশেষজ্ঞ মহলের ধারণা আইপিএল ২০২২-এর শেষে পাকাপাকি ভাবে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাহির অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে চেন্নাই সুপার কিংস-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "মহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস-এর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর। ধোনির পরিবর্তে রবীন্দ্র জাডেজা চেন্নাইকে নেতৃত্ব দেবেন। যদিও ধোনি এই মরসুমে এবং পরেও চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করবেন।"
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল
- মহেন্দ্র সিংহ ধোনি
- সিএসকে
- ক্রিকেট








