চেম্বুরে নয়, রণবীর আর আলিয়ার বিয়ে হবে বান্দ্রার বাস্তুতে!

Friday, April 8 2022, 12:16 pm
highlightKey Highlights

রণলিয়া: আর দু'সপ্তাহও বাকি নেই! রণবীর আর আলিয়ার ছাদনাতলা বদল।


আর দু'সপ্তাহও বাকি নেই! রণবীর কপূর আর আলিয়া ভট্টের চার হাত এক হতে চলেছে আগামী ১৭ই এপ্রিল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিয়ে উপলক্ষে উৎসব শুরু হবে ১৩-১৪ এপ্রিল থেকেই। পাঞ্জাবি ঐতিহ্য অনুসরণ করে কপূর বংশের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান চলবে তিন থেকে চার দিন। তবে বিয়ে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই কি হচ্ছে? সে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Rishi Kapoor and Neetu Singh
Rishi Kapoor and Neetu Singh

কথা ছিল, আলিয়া এবং রণবীর চেম্বুরের আরকে বাংলোতে বিয়ে করবেন, যেখানে বিয়ে হয়েছিল ঋষি কপূর আর নীতু কপূরেরও। তবে শেষ পাওয়া খবর অনুসারে, 'রণলিয়া'র ছাদনাতলার পরিবর্তন করা হয়েছে।

Trending Updates

কপোত কপোতী অবশ্য কোথায় সংসার পাতবেন তা এখনও জানা যায়নি। এমনিতেই তাঁরা বিয়ের ঘোষণা, অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের বৃত্তেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন। তবে আলিয়া ভট্টের মাতামহের শারীরিক অবস্থা বেহাল, তিনি চান নাতনির বিয়েটা তাড়াতাড়ি হোক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File