Ranbir Kapoor-Alia Bhatt: বিয়ে ‘বিক্রি’র জন্যই কি চুক্তিপত্রে সই করাবেন ‘রণলিয়া’?
Key Highlightsবলিপাড়া সূত্রে খবর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের পথেই হাঁটছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।
‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’!
নিজেদের বিয়ে নিয়ে কড়া নিয়মকানুন তৈরি করেছিলেন ভিক্যাট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েকে ‘মিশন ইম্পসিবল’-এর তকমা দিয়েছিলেন দেশবাসী। অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্য যাতে বাইরে না যায়, তার জন্য সহকারীদের চুক্তিপত্রে সই করানো থেকে শুরু করে ছবি-ভিডিয়ো তোলায় নিষেধাজ্ঞা— নিরাপত্তার রক্ষার জন্য নিয়মাবলি তৈরি হয়েছিল।

সূত্রের খবর, তাঁদের বিয়েতে একই রকম কড়াকড়ি থাকবে। সহকারীদের একটি বিশেষ চুক্তিপত্রে সই করানো হবে। যেই চুক্তির দাবি, বিয়ে সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা যাবে না।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে আগামী ১৭ই এপ্রিল বিয়ে করবেন রণলিয়া। কপূর পরিববারের পৈতৃক বাড়ি আরকে হাউসে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হবে ১৩ অথবা ১৪ই এপ্রিল থেকে।

সম্প্রতি জানা গিয়েছে, রূপটান শিল্পী, পোশাক শিল্প-সহ বাকি সহকারীদের (‘শাদি স্কোয়াড’ সংস্থা এই বিয়ের আয়োজক) চুক্তিপত্রে সই করানো হবে। প্রশ্ন, এত কড়াকড়ির কারণ কি বিয়ে বিক্রি? তবে কি রণবীর-আলিয়া বিয়ের ‘এক্সক্লুসিভ’ ভিডিয়ো, ছবি দেওয়ার চুক্তি করেছেন কোনও সংস্থার সঙ্গে?
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- রণবীর কাপূর
- আলিয়া ভট্ট
- বলিউড
- লাইফস্টাইল
- অভিনেত্রী
- ভারতীয়








