দেশ

LPG Gas Rate and KYC | বড়দিনের আগে কমলো এলপিজি গ্যাসের দাম! বায়োমেট্রিকের কাজ না করালে কি সত্যিই পাবেন না ভর্তুকি?

LPG Gas Rate and KYC | বড়দিনের আগে কমলো এলপিজি গ্যাসের দাম! বায়োমেট্রিকের কাজ না করালে কি সত্যিই পাবেন না ভর্তুকি?
Key Highlights

শুক্রবার কমলো এলপিজি গ্যাসের হার। তবে গার্হস্থ্য নয়, কমেছে বাণিজ্যিক গ্যাসের মূল্য। জানুন গ্যাসের বায়োমেট্রিকের কাজ না করালে ভর্তুকি পাবেন কি না।

বড়দিনের আগে পকেটে স্বস্তি। ২২সে ডিসেম্বর, শুক্রবার, আজ এলপিজি গ্যাসের রেট (LPG Gas Rate Today) কমলো। তবে নতুন বছরের আগে গার্হস্থ্য সিলিন্ডারের দাম নয়, শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর রাস্তায় হেঁটেছে তেল কোম্পানিগুলো। গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩৯.৫০ টাকা। ফলে এই হ্রাস হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের অনেকটাই স্বস্তি দিয়েছে।

 এর আগে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯০৮ টাকা, সেই দাম কমে হলে ১৮৬৯ টাকা। পাশাপাশি অন্য শহরেও দাম কমানো হয়েছে। দিল্লিতে যেখানে সিলিন্ডারের দাম ছিল ১৭৯৬.৫০ টাকা, তা কমে হয়েছে ১৭৫৭.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৪৯ টাকা থেকে কমে হয়েছে ১৭১০ টাকা ও চেন্নাইতে এলপিজি গ্যাসের হার (LPG Gas Rate) কমে হয়েছে ১৯২৯.৫০ টাকা। উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসেই তিনবার কমানো হল বাণিজ্যিক এলপিজি গ্যাসের হার (LPG Gas Rate)। গত ১লা ডিসেম্বরে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়।  এরপর১৬ই নভেম্বর, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা কমানো হয়েছিল। এরপরে ২২ সে ডিসেম্বর,  আজ এলপিজি গ্যাসের রেট (LPG Gas Rate Today) কমানো হলো।

উল্লেখ্য, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলে তা কিছুটা স্বস্তি দিতে পারে সাধারণ মানুষকেও। বাণিজ্যিক গ্যাসের দাম কমলে হোটেল বা রেস্তোরাঁতে খাবারের দাম বৃদ্ধির সম্ভাবনা কমে যায়। এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও অপরিবর্তিত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম। ৩০সে অগাস্ট ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল। তারপর থেকে ১৪ কেজির সিলিন্ডারের দামে আর কোনও পরিবর্তন আসেনি। ফলে ভর্তুকিবিহীন গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে ৯২৯ টাকা, দিল্লিতে ৯০৩ টাকা, মুম্বইতে ৯০২.৫০ টাকা ও চেন্নাইতে রেট রয়েছে ৯১৮.৫০ টাকা। তবে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকেরা আরও সস্তায় এলপিজি সিলিন্ডার পান। তাঁরা প্রতি সিলিন্ডার উপরোক্ত দামে কিনলেও প্রতি সিলিন্ডার পিছু ৩০০ টাকা তাঁদের অ্যাকাউন্টে সরাসরি জমা করা হয়। 

সম্প্রতি উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana)-সহ ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসে সব গ্রাহকের আধার নম্বর যাচাই করতে তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। তবে সেই কাজ করতে গিয়েই রীতিমতো নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। স্পষ্ট কোনও নির্দেশ হাতে না পাওয়ায় ভয় পাচ্ছেন অনেকেই। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া না করা হলে কি গ্যাসের সংযোগই বন্ধ করে দেওয়া হবে?

গার্হস্থ্যের এই মুহূর্তে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক। মানুষ হই হই করে সব কাজ ফেলে লাইন দিচ্ছেন গ্যাস অফিসের বাইরে। ফিলআপ করছেন কেওয়াইসি ফর্ম (KYC Form)। পকেট থেকে খসছে টাকা। গত কয়েক সপ্তাহে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নিয়ে একাধিক খবর সামনে আসছে। ফলে বিভ্রান্তিতে রয়েছে সাধারণ মানুষ। একদিকে তেল সংস্থাগুলির দাবি, আগামী ৩১ সে ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে। কিন্তু, এত কম সময়ে বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য যাচাই কী ভাবে হবে, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বেশির ভাগ ডিস্ট্রিবিউটারের কাছেই গ্রাহকের বায়োমেট্রিক তথ্য নেওয়ার মতো যন্ত্র বা পরিকাঠামো নেই। এরই মধ্যে গ্রাহকদের তরফে অভিযোগ জানানো উঠছে, বায়োমেট্রিক করিয়ে দেওয়ার অছিলায় টাকা নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

এলপিজির বায়োমেট্রিক করাতে দিতে হবে টাকা?

এবার এই বিষয়ে বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্পষ্ট করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে তাঁরা উল্লেখ করেছেন, এই বায়োমেট্রিক তথ্য নেওয়ার গোটা বিষয়টি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে সংস্থার তরফে। অর্থাৎ, কেউ যদি বায়োমেট্রিক করিয়ে দেওয়ার জন্য টাকা চান, তাহলে কখনওই তা দেবেন না। একইসঙ্গে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে গ্রাহকদের নানা বিভ্রান্তি দূর করার জন্য একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে ফোন করে গ্রাহকেরা তাঁদের অভিযোগ কিংবা সমস্যার কথা জানাতে পারবেন। টোল ফ্রি নম্বরটি হলো- ১৮০০২৩৩৩৫৫৫ (18002333555)।

বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হলে কি গ্যাসের কানেকশন বন্ধ করা হতে পারে?

অনেকের মনেই সংশয় ৩১সে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হলে গ্যাসের কানেকশন বন্ধ হবে কি না। এক্ষেত্রে বৃহস্পতিবার সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটারস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস অনেকটাই ধোঁয়াশা কাটিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন তেল কোম্পানিগুলি ৩১ সে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে, তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছেন এই তারিখ আরও বাড়ানো হবে। যদিও কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনও রকম নোটিফিকেশন আসেনি। পাশাপাশি বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না, এমন কোনও নির্দেশিকা নেই। আরও একটি বিষয়, সব গ্রাহককেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। তবে আপাতত হবে শুধু ভর্তুকিপ্রাপ্ত গ্রাহকদের জন্যই। তবে অন্য কোনও গ্রাহক বায়োমেট্রিকের জন্য লাইনে দাঁড়ালে তাঁকে ফিরিয়ে দেওয়া হবে না ডিস্ট্রিবিউটারের তরফ থেকে। উল্লেখ্য, গোটা বিষয় মূলত উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) প্রকল্পের জন্যই বলবৎ। তবে যাঁরা ১৯ টাকা ৫৭ পয়সা ভর্তুকি পান তাঁদের ক্ষেত্রেও এটা করতে হবে।

অর্থাৎ ৩১সে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিকের কাজ সম্পন্ন না করলে বন্ধ হবে না ভর্তুকি। পাশাপাশি এই কাজ নিয়ে হুড়োহুড়ি করারও প্রয়োজন নেই। কারণ ফেস রেকগনিশনেক মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু হবে। তাই ঘাবড়ানোর কোনও বিষয় নেই। এছাড়া ডেলিভারি কর্মীদেরও দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ডিস্ট্রিবিউটরদের, তাতে বাড়িতেই বায়োমেট্রিকের কাজ হয়ে যাবে।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য