December Deadline | ব্যাঙ্ক থেকে শুরু করে UPI-সহ একাধিক বিষয় সংক্রান্ত কাজ করতে হবে ডিসেম্বরের মধ্যেই! সময়ের মধ্যে এই কাজ না করলে পড়বেন বিপদে!

Monday, December 18 2023, 3:12 pm
highlightKey Highlights

ডিসেম্বরের মধ্যেই ব্যাঙ্ক, ইউপিআই আইডি, আইটিআর শোঃ একাধিক কাজ করতে হবে। সময়সীমার মধ্যে কাজ না করলে হতে পারে বিপদ।


প্রত্যেক মাসে ব্যাঙ্ক-সহ একাধিক বিষয়ে নতুন নিয়ম লাগু হয়ে থাকে। তবে এরকম কিছু কাজও থাকে যা সেই নির্দিষ্টি মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে হয়। ডিসেম্বর মাসের ক্ষেত্রেও এমন কিছু কাজ রয়েছে যা আমার-আপনার মতো সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে করতে হতে পারে। ইতিমধ্যেই অর্ধেক সময় পার হয়ে গিয়েছে বছরের শেষ মাসের। প্রকৃতপক্ষে ২০২৩ সালের ডিসেম্বরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সময়সীমা রয়েছে। এক্ষেত্রে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা মাসের শেষের মধ্যে অর্থাৎ ৩১ডিসেম্বর ২০২৩ এর মধ্যে করতে হবে।এই কাজগুলো সাধারণ মধ্যবিত্তের পকেটের সঙ্গে জড়িত। ফলে সময়সীমার মধ্যে এই কাজ না করলে পড়তে পারেন বড় বিপদে। গুনতে হতে পারে বেশ কিছু টাকাও। মিউচুয়াল ফান্ডের নমিনেশন থেকে শুরু করে আয়কর রিটার্ন  ফাইল করা ও একাধিক কাজ রয়েছে এই তালিকায়। ফলে দেখে নিন কোন কোন কাজ ৩১ সে ডিসেম্বরের মধ্যে করতে হবে।

আইটিআর আপডেট । ITR Update : 

আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই ২০২৩। তবে যারা নির্ধারিত তারিখের মধ্যে এই কাজটি করেননি, তাদের ৩১ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে এই সময়সীমা পর্যন্ত লেট ফি দিয়ে আপডেট করা আইটিআর ফাইল করা যাবে। জরিমানার হিসাব ধরা হলে, এটি আয় অনুযায়ী পরিবর্তিত হয়। করদাতাদের আয় ৫,০০,০০০ টাকার বেশি হলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। যেখানে আয় ৫,০০,০০০ টাকার কম হলে জরিমানা হবে ১ হাজার টাকা।

ব্যাঙ্ক  লকার চুক্তি । Bank Locker Agreement : 

ব্যাঙ্ক লকার চুক্তি (Bank Locker Agreement) কার্যকর করার জন্য আরবিআই নির্দেশিকা অনুসারে এসবিআই ও ব্যাঙ্ক অফ বরোদা (BoB) সহ অন্য ব্যাঙ্কগুলিতে লকার নেওয়া গ্রাহকদের জন্য একটি কাজ রয়েছে৷ চলতি বছর ডিসেম্বরের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যদি আপনার ব্যাঙ্ক লকার নেওয়া থাকে তাহলে একটি আপডেট করা চুক্তি জমা দিতে হতে পারে।৩১শে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক লকার চুক্তিতে ১০০% গ্রাহকদের স্বাক্ষর নেওয়া আরবিআই দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে।

মিউচুয়াল ফান্ডে নমিনেশন । Mutual Fund Nomination :

আপনার যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থাকে, তাহলে ৩১সে ডিসেম্বরের আগে আপনাকে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে একজনকে নমিনি হিসেবে যুক্ত করতে হবে। আপনি যদি এটি করতে না পারেন, তবে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টিকে লক হয়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যও এই কাজটি করা গুরুত্বপূর্ণ।

ইউপিআই আইডি নম্বর নিষ্ক্রিয় । UPI ID Number Disabled :

ইউপিআই আইডি নম্বর (UPI ID Number) সংক্রান্তও কাজ রয়েছে যা ডিসেম্বরের মধ্যেই করতে হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (National Payments Corporation of India or NPCI) গুগুল পে (Google Pay), ফোন পে (PhonePe) বা  পে টিএম (Paytm)-এর বেশ কিছু ইউপিআই আইডি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে যে ইউপিআই আইডি গত এক বছর ধরে ব্যবহার করা হয়নি সেগুলো নিষ্ক্রিয় করা হবে। ফলে, ৩১সে ডিসেম্বরএর আগে এমন ইউপিআই আইডি থেকে লেনদেন করা জরুরি। না হলেই সেই আইডি নিষ্ক্রিয় হতে যেতে পারে।

এসবিআই স্কিমের শেষ তারিখ । SBI Scheme Last Date :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বা এসবিআই এফডি স্কিম (SBI FD Scheme) এসবিআই অমৃত কলস স্কিমের সময়সীমা ৩১সে ডিসেম্বর, ২০২৩-এ শেষ হচ্ছে। ৪০০  দিনের এই এসবিআই এফডি স্কিম (SBI FD Scheme) এ সর্বাধিক সুদের হার 7৭.৬০%। এই বিশেষ এফডি ডিপোজিটের উপর, মেয়াদপূর্তির সুদ এবং টিডিএস কেটে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হবে। আয়কর আইনের আওতায় টিডিএস ধার্য করা হবে। অমৃত কলস স্কিমে ঋণের সুবিধাও পাওয়া যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File