Padma Shri-WB | পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১১ জন! একনজরে তালিকা

Sunday, January 25 2026, 3:47 pm
Padma Shri-WB | পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১১ জন! একনজরে তালিকা
highlightKey Highlights

সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কালনার বাদলার নোয়ারার বাসিন্দা রবিলাল টুডু।


পদ্মবিভূষণ, পদ্মভূষণ তালিকায় পশ্চিমবঙ্গ থেকে কারও নাম নেই। তবে এ বছর পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১১ জন। তালিকার রয়েছেন: অশোককুমার হালদার (সাহিত্য ও শিক্ষা), গম্ভীর সিং ইয়োনজ়োন (সাহিত্য ও শিক্ষা), হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) (শিল্পকলা), জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা), কুমার বোস (শিল্পকলা), মহেন্দ্রনাথ রায় (সাহিত্য ও শিক্ষা), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্পকলা), রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা), সরোজ মণ্ডল (মেডিসিন), তরুণ ভট্টাচার্য (শিল্পকলা), তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File