Padma Shri-WB | পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১১ জন! একনজরে তালিকা
Sunday, January 25 2026, 3:47 pm

Key Highlightsসাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কালনার বাদলার নোয়ারার বাসিন্দা রবিলাল টুডু।
পদ্মবিভূষণ, পদ্মভূষণ তালিকায় পশ্চিমবঙ্গ থেকে কারও নাম নেই। তবে এ বছর পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১১ জন। তালিকার রয়েছেন: অশোককুমার হালদার (সাহিত্য ও শিক্ষা), গম্ভীর সিং ইয়োনজ়োন (সাহিত্য ও শিক্ষা), হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) (শিল্পকলা), জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা), কুমার বোস (শিল্পকলা), মহেন্দ্রনাথ রায় (সাহিত্য ও শিক্ষা), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্পকলা), রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা), সরোজ মণ্ডল (মেডিসিন), তরুণ ভট্টাচার্য (শিল্পকলা), তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)।


