Ajit Pawar Death | বাঁ দিকে কাত হয়ে যাচ্ছে বিমান! প্রকাশ্যে অজিতের বিমান দুর্ঘটনার মুহূর্তের নয়া ভিডিয়ো ফুটেজ
Wednesday, January 28 2026, 5:12 pm

Key Highlightsভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, মাটির খুব কাছাকাছি এসে আচমকাই বাঁ দিকে হেলে যায় বিমান।
আজ বুধবার সকালে বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার রাতে সামনে এসেছে দুর্ঘটনার মুহূর্তের নতুন ভিডিয়ো ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, মাটির খুব কাছাকাছি এসে আচমকাই বাঁ দিকে হেলে হয়ে যায় বিমান। ওই অবস্থাতেই আছড়ে পড়ে রানওয়েতে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বিমান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ফ্লাইট বিশেষজ্ঞদের একাংশের দাবি, যান্ত্রিক ত্রুটি কিংবা চাপ সামলাতে কিছু করেছিলেন পাইলট। সেই কারণেই বিমান কাত হয়ে গিয়েছিল।
- Related topics -
- দেশ
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান হামলা
- বিমান চালক
- শরদ পওয়ার
- মৃত্যু
- মহারাষ্ট্র পুলিশ
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার


