সিভিল সার্ভিস স্টাডি সেন্টার খুলবে জেলায় জেলায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎপর নবান্ন
বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক জেলাগুলিতে সিভিল সার্ভিস সেন্টার গড়ে তোলা যায় নাকি সেই বিষয়ে মুখ্যসচিবকে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে আইএএস-আইপিএস এর সংখ্যা তুলনামূলকভাবে কম। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে একাধিকবার প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, আইএএস এবং আইপিএস পর্যাপ্ত সংখ্যক না থাকায় এবং তা তৈরি করাও যাচ্ছে না বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন। এবার সেই ঘাটতি মেটাতে নয়া পরিকল্পনা নিতে চলেছে নবান্ন।
সম্প্রতি বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিবকে জেলায় জেলায় সিভিল সার্ভিস স্টাডি করার ব্যাপারে দেখার কথা বলেন। বুধবার জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর।
অন্যদিকে গতকালের ভার্চুয়াল বৈঠকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও আলোচনা হয়। আগামী ৯ ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবেন। তা নিয়ে বুধবারের বৈঠকে জেলা গুলিকে বিশেষভাবে প্রস্তুতি নিতে বলা হয় বলেই নবান্ন সূত্রে খবর।
- Related topics -
- মমতা ব্যানার্জী
- নবান্ন
- বাঁকুড়া
- সিভিল সার্ভিস সেন্টার
- রাজ্য