Anandpur Fire Incident | আনন্দপুর অগ্নিকান্ডে মুখ খুললো ওয়াও মোমো! মৃত ৩ কর্মীর পরিবারকে আর্থিক সাহায্যর ঘোষনা
Wednesday, January 28 2026, 2:32 pm

Key Highlightsএদিন সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই জানানো হয়েছে, মোট ৩ কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের পরিবার পিছু দেওয়া হবে ১০ লক্ষ টাকা।
রবিবার রাতে অগ্নিকাণ্ডের পর ৬০ ঘণ্টা কেটে যাওয়ার পর এবিষয়ে বিবৃতি দিল ওয়াও মোমো (Wow Momo)। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে লেখা হয়েছে, ‘আমাদের পাশের গুদাম থেকে ২৬ জানুয়ারি ভোর ৩টে নাগাদ আমাদের গুদামে আগুন ছড়িয়ে পড়েছিল। আনন্দপুরে আমাদের একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আমাদের দু’জন কর্মীর মৃত্যু এবং এক জন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যুতে আমরা শোকাহত।’ জানানো হয়েছে, মৃত ৩ কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মাসোহারা দেওয়া হবে। মৃতদের সন্তানদেরও লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে সংস্থা।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- ওয়াও মোমো
- মৃতদেহ উদ্ধার
- মৃতদেহ


