দেশ

ISRO Chandrayaan 3 | 'অসম্পূর্ণ', তবে বিফলে নয়! চন্দ্রযান-৩কে চাঁদে অবতরণে সাহায্য করছে চন্দ্রযান ২!

ISRO Chandrayaan 3 | 'অসম্পূর্ণ', তবে বিফলে নয়! চন্দ্রযান-৩কে চাঁদে অবতরণে সাহায্য করছে চন্দ্রযান ২!
Key Highlights

প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে গতি কমিয়ে চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। শনিবার রাতেই ফের গতি কমাবে মহাকাশযানটি। অবতরণে সাহায্য করছে চন্দ্রযান ২।

আর কয়েকটা দিন, তারপরেই ইতিহাস তৈরী করতে চলেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ইসরোর চন্দ্রযান ৩ (ISRO Chandrayaan 3)। অবতরণের জন্যই ক্রমশ ধাপে ধাপে এক একটি পর্যায় অতিক্রম করছে ভারতের এই মহাকাশযান। গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই গতি কমাতে শুরু করেছে ' বিক্রম ' ল্যান্ডার (Vikram Lander)। এরপর আজ অর্থাৎ শনিবার রাতে ফের গতি কমাবে মহাকাশযান। সম্প্রতি ইসরো জানিয়েছে, চন্দ্রযানের সাস্থ্য ভালো আছে। পরিকল্পনা মাফিক ধীরে ধীরে নিজের গন্তব্যে এগিয়ে চলেছে সে। এমনকি চন্দ্রযান ৩ এর এই যাত্রায় তাকে সাহায্য করছে চন্দ্রযান ২ (Chandrayaan 2)।

গত ১৪ই জুলাই ভূমি ছেড়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দেয় ইসরোর চন্দ্রযান ৩। এরপর পাঁচ ধাপে প্রথমে পৃথিবীকে প্রদর্শন করে এই মহাকাশযান। এরপর গত ১লা আগস্ট চাঁদের বলয়ে প্রবেশ করে চন্দ্রযান ৩। ৫ই আগস্ট প্রবেশ করে চাঁদের কক্ষপথে। এই কক্ষপথে প্রদক্ষিণ করে ধীরে ধীরে গতি কমিয়েই আগামী ২৩ তারিখ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। ইতিমধ্যেই, প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়েছে বিক্রম ল্যান্ডার। শুরু করেছে তার একক যাত্রা।

প্রোপালশন মডিউল থেকে ল্যান্ডারটি বিচ্ছিন্ন হওয়ার পর চাঁদের ভিডিও প্রকাশ করেছে ইসরো। দেখুন চন্দ্রযান ৩ এর পাঠানো চাঁদের ভিডিও।

এর আগে ২০১৯ সালে একই লক্ষ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ২। সেও অতিক্রম করেছিল প্রোপালশন মডিউল থেকে বিক্রমের বিচ্ছিন্ন হওয়ার ধাপ। তবে চাঁদের মাটিতে ঠিক ভাবে অবতরণ করতে পারেনি চন্দ্রযান ২। তাবলে কিন্তু সম্পূর্ণ বিফলে যায়নি এই চন্দ্রভিযান। এত দিন ধরে চাঁদ সম্পর্কে নানান তথ্য ইসরোর বিজ্ঞানীদের দিয়ে এসেছে চন্দ্রযান ২। এর পর এবার চন্দ্রযান ৩ এর লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা তার।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রোপালশন মডিউল থেকে নিজেকে আলাদা করে চন্দ্রযান ৩ এর ল্যান্ডারের যোগাযোগ ব্যবস্থা এখন চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যুক্ত করা হবে। গত চার বছর ধরে চাঁদের কক্ষপথে ঘুরছে চন্দ্রযান ২ এর অরবিটার। জানা গিয়েছে, আর্থ স্টেশনের সঙ্গে চন্দ্রযান ২ মিশনের যোগাযোগ নেটওয়ার্ক এমন ভাবে কনফিগার করা হয়েছে যাতে, এর ল্যান্ডারটি চন্দ্রজন ২ অরবিটারে তথ্য পাঠাবে। তারপর সেই তথ্য ইসরো এবং সংস্থাগুলির গ্রাউন্ড স্টেশনগুলোতে পৌঁছে যাবে।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) একটি সাক্ষাৎকারে বলেন, রেডিও সংকেতগুলো অরবিটার থেকে পৃথিবীতে এসে পৌঁছবে। এই রেডিও সিগন্যালগুলি চন্দ্রযান ২ থেকে আসবে। যোগাযোগ রাখবে চন্দ্রযান ২ এর ল্যান্ডার। এমনকি যদি চন্দ্রযান ৩ এর অরবিটার সঠিকভাবে কাজ না করে তাহলে সেক্ষেত্রে চন্দ্রযান ৩ এর ল্যান্ডারটি পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে।

বর্তমানে চাঁদের ১১৩ x ১৫৭ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছে চন্দ্রযান ৩। ইতিমধ্যেই এর অরবিটারটি নিরাপদ অবতরণের জন্য চাঁদের মাটিতে স্থান চিহ্নিত করেছে। সব ঠিক থাকলে ২৩ সে আগস্ট সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান ৩।


IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
Hemant Soren | ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সোরেন
RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
Ind vs Aus । পারথে যশস্বী ম্যাজিক, যোগ্য সঙ্গত কে এল রাহুলের, ১৭২ রানের পার্টনারশিপে অপরাজিত ভারত
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla