ক্রাইম

Hanskhali Rape Case: পাঁচ সদস্যের সত্যানুসন্ধান কমিটি গড়লেন নাড্ডা

Hanskhali Rape Case: পাঁচ সদস্যের সত্যানুসন্ধান কমিটি গড়লেন নাড্ডা
Key Highlights

এটা প্রথমবার নয়, এর আগে বগটুই-কাণ্ডেও একই পদক্ষেপ করেছিলেন জে পি নাড্ডা।

রাজ্যে বগটুইয়ের নিন্দনীয় কাণ্ডের পরে হাঁসখালিতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবে বিজেপি। বুধবারই একটি কমিটি গড়ে দিয়েছেন রাজনৈতিক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই কমিটিতে যেমন যোগীর রাজ্যের মন্ত্রীর রয়েছেন, তেমনই আছেন উত্তরপ্রদেশের এক সাংসদ। বাংলার প্রতিনিধি হিসেবে ওই কমিটিতে রয়েছেন ইংরেজবাজারের বিধায়ক।

বগটুই-কাণ্ডেও পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘুরে আসে রামপুরহাটের ওই গ্রাম। সে রিপোর্টেও নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমা দিয়েছে কমিটি। এ বার একই পথে হাঁসখালিকেও জাতীয় রাজনীতির অঙ্গনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। নড্ডার তৈরি কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, রাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য। এ ছাড়াও রাখা হয়েছে তামিলনাড়ুর বিধায়ক তথা মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। রয়েছেন মহারাষ্ট্র বিজেপি-র নেত্রী খুশবু সুন্দর এবং বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

আমি মঙ্গলবারই হাঁসখালি ঘুরে এসেছি। দেখেছি, নির্যাতিতার পরিবারের লোকেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দিনদুপুরে যে জঘন্য ঘটনা ঘটেছে, এর পরে ওই পরিবারের উপর দিয়ে যা গিয়েছে তা মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভয়ও পাচ্ছেন। কিছু ক্ষণ আগেই কমিটি গঠন হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধি রয়েছেন। সকলের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই দিনক্ষণ ঠিক করে ফেলা হবে।

বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, পশ্চিমবঙ্গ

হাঁসখালি তদন্তের ভার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে তদন্ত ভার দেওয়া সত্বেও কেন বিজেপি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে? এই জাতীয় অনেক প্রশ্নই উঠছে। 

সিবিআই তাদের মতো করে তদন্ত করবে। বিজেপি তদন্তে নাক গলাবে না। কিন্তু রাজ্যের পরিস্থিতি ঠিক কেমন, তা গোটা দেশের জানা উচিত। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এসে দেখে গেলে সবাই জানতে পারবেন, বাংলায় কেমন অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার


Apache Helicopter | চলতি মাসেই ৩টি ‘উড়ন্ত ট্যাঙ্ক’ পাবে ভারত! প্রথম ব্যাচ এলেই পাঠানো হবে পাক সীমান্তে!
Samik Bhattacharya | বঙ্গ বিজেপির নয়া সভাপতি হলেন শমীক ভট্টাচার্য! বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেলেন সুকান্ত মজুমদারের পদ!
Vinesh Phogat | মা হলেন ভিনেশ ফোগাট! অলিম্পিয়ান কুস্তিগিরের ছেলে হলো না মেয়ে?
Kasba Case | উধাও নির্যাতিতা! কোথায় আছেন জানে না পুলিশ! কসবা কাণ্ডে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
DA | এবারও ডিএ দিল না রাজ্য, সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইলো সরকার!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla