Amit Shah in Dharmatala | ধর্মতলায় 'শাহি' সভার তোড়জোড়! বিজেপি জনসভার জন্য তৈরি হচ্ছে ৬০ বাই ২০ ফুটের মঞ্চ! কখন থেকে শুরু সভা?

Tuesday, November 28 2023, 6:45 am
highlightKey Highlights

ধর্মতলায় ২১ সে জুলাইয়ের সভা যেখানে হয় সেখানেই ২৯ সে নভেম্বর আয়োজিত বিজেপির জনসভা। উপস্থিত থাকবেন খোদ অমিত শাহ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানুন বিজেপি জনসভার কর্মসূচি|


 আদালত-কোর্ট কাচারী-বিরোধিতা-বিতর্কের পর অবশেষে জনসভার জন্য অনুমতি পেল বিজেপি। তৃণমূল যেখানে প্রতি বছর ২১ জুলাইয়ের সভা করে, ২৯ সে নভেম্বর, বুধবার দুপুরে ধর্মতলা (Dharmatala)র ঠিক সেই জায়গায়তেই জনসভা করবে বিজেপি। জনসভায় যোগ দেবেন খোদ অমিত শাহ (Amit Shah)। বিজেপির এই জনসভার জন্য প্রস্তুতি চলছে রীতিমতো তুঙ্গে।

 ২৯ সে নভেম্বর ধর্মতলায় আয়োজিত বিজেপির জনসভার প্রধান বক্তা ও আকর্ষণ অমিত শাহ 
 ২৯ সে নভেম্বর ধর্মতলায় আয়োজিত বিজেপির জনসভার প্রধান বক্তা ও আকর্ষণ অমিত শাহ 

ধর্মতলায় বিজেপির জনসভার সূচি :

Trending Updates

 আগামীকাল অর্থাৎ ২৯সে নভেম্বর, বুধবার ধর্মতলা এসপ্ল্যানেড (Dharmatala Esplanade)এ আয়োজিত হতে চলেছে বিজেপির জনসভা। জানা গিয়েছে, দুপুর ১২ টা থেকে শুরু হবে সভা। দুপুর ২ টো নাগাদ পৌঁছবেন অমিত শাহ। এই জনসভার জন্য ভিক্টোরিয়া হাউজের সামনে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। জানা গিয়েছে, বুধবার সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। সকালে ১১ টা ৫ মিনিটে দিল্লি থেকে উড়বে তাঁর বিশেষ বিমান। দুপুর  ১ টা  ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)-এ এসে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১:৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স ময়দানে পৌঁছে তারপর সড়কপথে ধর্মতলার জনসভা স্থলে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি থাকবেন ৩ টে ১৫ মিনিট পর্যন্ত। তারপর দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ রেসকোর্স ময়দান থেকে হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)র উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 ধর্মতলায় বিজেপি জনসভার মঞ্চ :

ধর্মতলা এসপ্ল্যানেড (Dharmatala Esplanade)এ ২৯ সে নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে হবে বিজেপির সমাবেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মঞ্চে থাকবেন প্রধান বক্তা হিসেবে। সূত্রের খবর, এই সভা মঞ্চ তৈরির প্রস্তুতি প্রায় শেষের পথে। আদালতের নির্দেশ পাওয়ার পরই শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির সেই সমাবেশের মঞ্চ হবে ৬০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া। জানা গিয়েছে এই মঞ্চ হবে ত্রিস্তরীয়। প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা। ত্রিস্তরীয় মঞ্চে শাহের ডান ও বাম হাতে থাকছেন সুকান্ত মজুমদার (Sukant Majumdar) ও শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari )। জানা গিয়েছে,  ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য।  মঞ্চের সামনে ৩৫ ফুট জায়গা থাকবে ডি জোন। মূল মঞ্চ এবং ডি জোন এর নিরাপত্তার দায়িত্বে থাকবে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। আশপাশের বাড়িগুলির ছাদ থেকে চলবে নজরদারি।

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অনুমতি পেয়ে ধর্মতলায় ২১ সে জুলাইয়ের সভা যেখানে হয় সেখানেই তৈরী বিজেপি জনসভার মঞ্চ 
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অনুমতি পেয়ে ধর্মতলায় ২১ সে জুলাইয়ের সভা যেখানে হয় সেখানেই তৈরী বিজেপি জনসভার মঞ্চ 

উল্লেখ্য, ধর্মতলা (Dharmatala) এ বিজেপির এই জনসভার জন্য প্রথমে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ (Kolkata Police)। যার ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপির এই সভার অনুমতি দিলেও রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে। যদিও রাজ্য সরকারের আপত্তি থাকলেও সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার শিকার হওয়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিতদের নিয়ে এসে সভার ডাক দিয়েছে বিজেপি। আর সেই সভায় দেড় ঘণ্টা থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, ধর্মতলায় সভামঞ্চেই ফর্ম ফিলাপ করতে পারবেন কর্মীরা। ২৫০০০ ফর্ম প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পরিকল্পনা করতে পারে গেরুয়া শিবিরের। অনেকের মতে এই কারণেই ধর্মতলায় শাহি সভাকেই বেছে নিল বিজেপি। ধর্মতলায় সভামঞ্চের সামনেই থাকবে দশটি বঞ্চনা ভাণ্ডার। সেখানে ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন বিজেপি কর্মী সমর্থকরা। যোগ্যতামান থাকা সত্ত্বেও যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাননি, তাঁদের চিহ্নিত করতেই এই উদ্যোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File