বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’, জানুন এখনও পর্যন্ত কত আয় করেছে
Wednesday, May 25 2022, 2:32 pm
Key Highlightsবর্তমানে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলি বক্স অফিসে কেমন ব্যবসা করছে, সে দিকে বিশেষ নজর দিচ্ছেন রানা। জেনে নেওয়া যাক কোন সিনেমা কত আয় করলো
ইদানীং কালে মুক্তি পাওয়া নানা ছবির বক্স অফিস কালেকশন জেনে তা জনসমক্ষে তুলে ধরেন রানা। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত' আয় সম্পর্কেও সকলকে অবগত করেছেন প্রযোজক।
মুক্তির আগে থেকেই ‘বেলাশুরু' (Belashuru) নিয়ে উন্মাদনার শেষ ছিল না। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে পর্দায় আরও একবার চাক্ষুষ করতে মুখিয়ে ছিলেন সিনেপ্রেমীরা। বক্স অফিসে ইতিমধ্যেই ফুলেফেঁপে উঠেছে ছবির ভাঁড়ার। সোমবার সেই তথ্যই ফের জনসমক্ষে আনলেন প্রযোজক রানা সরকার।
শনিবার রানা ফেসবুকে লেখেন, ‘কয়েক বছর ধরে বাংলা ছবির অনেক ব্লকবাস্টারের কথা শুনছি। প্রযোজকদের কারও কাছে ব্যবসার অঙ্ক জানতে চাইলে অবশ্য আলোচনার বিষয় পাল্টে দিতেন তাঁরা। ‘বেলাশুরু’ ব্যতিক্রম। প্রযোজকের কাছে অনুরোধ করেই ব্যবসার অঙ্ক জানতে পারলাম। ধন্যবাদ তাঁদের।’








