লাইফস্টাইল

মুখের রোমকূপ বড় হয়ে গিয়ে ত্বক অমসৃণ দেখাচ্ছে? জানুন মুশকিল আসান হবে কী করলে

মুখের রোমকূপ বড় হয়ে গিয়ে ত্বক অমসৃণ দেখাচ্ছে? জানুন মুশকিল আসান হবে কী করলে
Key Highlights

হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান করলে বা বংশগত কারণেও রোমকূপ বড় হয়। ত্বক অপরিচ্ছন্ন রাখলেও এই সমস্যা দেখা যায়।

শীতের মরসুম প্রায় শেষের পথে। উষ্ণতার পারদ চড়তে শুরু করেছে। পাশাপাশি অতিরিক্ত দূষণের জেরে নাজেহাল। ফলস্বরুপ ত্বকের নানা সমস্যা শুরু হল বলে।

ত্বকের উপরিভাগে বেশ কিছু ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি ত্বকের শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে। আর্দ্রভাব ধরে রাখে। ত্বককে ঠান্ডা রাখে। এগুলি এতই ছোট ছোট যে, খালি চোখে দেখতে পাওয়ার কথা নয়। কিন্তু অনেক সময়েই কপাল, নাক ও গালের রোমকূপ বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। ত্বক শিথিল ও বয়স্ক দেখায়। ত্বকের ছিদ্র বড় হলে তাতে ধুলোময়লা জমে। হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান করলে বা বংশগত কারণেও রোমকূপ বড় হয়।

ত্বক অপরিচ্ছন্ন রাখলেও এই সমস্যা দেখা যায়। এর ফলে ত্বক সারাক্ষণ তৈলাক্ত থাকে। তখন ব্রণ, র‌্যাশের সমস্যাও বাড়ে। কাজেই রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যা নিয়ন্ত্রণ করতেই হবে।

এই সমস্যা সমাধানের জন্য অনুসরণ করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি

  1. সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে তাজা অ্যালো ভেরা জেল লাগাতে পারেন। বাজারের অ্যালো ভেরা জেল নয়, বাড়ির গাছের রস লাগাতে পারলে ফল ভেবে বেশি।
  2. সম পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার আর জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোয় করে সারা মুখে লাগিয়ে নিন। তার পর কিছু ক্ষণ শুকোতে দিন। এটি নিয়মিত টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের রন্ধ্রগুলি ক্রমশ ছোট হতে শুরু করবে।
  3. ডিমের সাদা অংশ, ওটমিলের গুঁড়ো, আর সামান্য লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে মুখ পরিষ্কার করুন। তার পর ময়শ্চরাইজার লাগিয়ে নিন। ত্বকের টানটান ভাব ফিরে আসবে।


Darjeeling | গ্লেনারিজ-এর পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের রক গার্ডেন, মনখারাপ পর্যটকদের
PM Modi | রুদ্ধদ্বার কক্ষে বৈঠকে মোদি-শাহ-রাহুল গান্ধী! ৮৮ মিনিট ধরে চললো আলোচনা
Modi–Netanyahu | আচমকাই প্রধানমন্ত্রী মোদিকে ফোন ইজরায়েল সুপ্রিমো নেতানিয়াহুর! কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?
IndiGo Flight Chaos | বুধেও একগুচ্ছ বিমান বাতিল ইন্ডিগোর, ক্ষমা চেয়ে CEOকে হুমকি বিমান পরিবহণ মন্ত্রীর
Zelenskyy | পুতিনের পর জেলেনস্কি, শান্তির রাস্তা খুঁজতেই প্রথম ঐতিহাসিক ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট!
IndiGo Flight Chaos | ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ DGCA-র, ২৪ ঘণ্টার মধ্যেই দিতে হবে ব্যাখ্যা
FIFA World Cup 2026 | প্রকাশিত হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি, কোন দল খেলবে কবে?