ICC ODI World Cup 2023 | ক্রিকেট বিশ্বকাপে থাকছেনা ই-টিকিট ব্যবস্থা! ইডেনে তৈরী হবে ফুডকোর্ট!
ভারতে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। স্টেডিয়ামে বসে খেলা দেখতে হলে দর্শকদের সংগ্রহ করতে হবে ফিজিক্যাল টিকিট। বিশ্বকাপের কথা ভেবেই ইডেনে তৈরী হবে ফুডকোর্ট।
২০২৩ এর ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচি ঘোষণা হতেই উত্তেজিত গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। তবে চলতি বছর ক্রিকেট মহারণ নিয়ে বেশি উত্তেজিত ভারতীয়রা। কারণ ২৩ এর ওডিআই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতে (India)। ইতিমধ্যেই সকলেরই অপেক্ষা কবে টিকিট বিক্রি শুরু হবে। এর আগেই ঘোষিত হয়েছিল টিকিটের মূল্য কত কী হতে পারে সেই সংক্রান্ত তথ্য। এবার ওডিআই বিশ্বকাপের টিকিট নিয়ে বড় ঘোষণা করলেন বিসিসিআই সেক্রেটারি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India) সচিব জয় শাহ (Jai Shah) ক্রিকেট বিশ্বকাপের টিকিট সম্পর্কে জানান, স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে বাধ্যতামূলক ফিজিক্যাল টিকিট। অর্থাৎ ছাপা টিকিট দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। থাকছেনা ই-টিকিটের (E-Ticket) ব্যবস্থা। এমনকি যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের ছাপা টিকিট সংগ্রহ করতে হবে বলে জানান বিসিসিআই সচিব।
গতকাল অর্থাৎ ২৭শে জুলাই, বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচ্চপদস্থ আধিকারিকরা রাজ ক্রিকেট সংস্থার (Raj Cricket Association) সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছিলেন। সেই বৈঠকের শেষেই জয় শাহ জানান আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ই-টিকিট আয়োজন করা একেবারেই সম্ভব নয়। যদি কেউ অনলাইনে টিকিট কাটেন তাহলে তাঁকেও ওই টিকিটের প্রতিলিপি হাতে নিয়ে আসতে হবে।
আমাদের পক্ষে ই-টিকিট আয়োজন করা একেবারেই সম্ভব নয়। তবে নিশ্চিত করা হচ্ছে যে, সাত-আটটি সেন্টার থেকে ফিজিক্যাল টিকিট দেওয়া হবে। আর এই টিকিট অ্যাডভান্স দেওয়া হবে। স্টেডিয়ামে ঢুকতে গেলে ওই টিকিট দর্শকের কাছে থাকা বাধ্যতামূলক।
উল্লেখ্য, চলতি বছর আইপিএল টুর্নামেন্ট (IPL) চলাকালীন বেশ কয়েকটি ভেন্যুতে ই-টিকিটের খরা দেখতে পাওয়া গিয়েছিল। যার কারণে স্টেডিয়ামের বাইরে দর্শকেরা ঝামেলাও করেন। এই কারণেই ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রে এবার ফিজিক্যাল টিকিটের ওপর এত বেশি করে জোর দেওয়া হচ্ছে। তবে এই নিয়ে বেশ চিন্তায় পড়েছেন দর্শকরা। কারণ অনলাইনে টিকিট কাটা এবং তা সংগ্রহ করা খুবই সহজ কাজ। কিন্তু লাইনে দাঁড়িয়ে কোনো নির্দিষ্ট যায়গা থেকে ছাপা টিকিট সংগ্রহ করা চারটিখানি কথা নয়। তবে এই বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ আশ্বাস দিয়ে বলেন, ফিজিক্যাল টিকিট সংগ্রহ নিয়ে কোনও সমস্যা হবে না। কারণ ফিজিক্যাল টিকিটের প্রতিলিপির জন্য তৈরী করা হবে ৭-৮টি সেন্টার।
প্রসঙ্গত, আগামী ৫ই অক্টোবর থেকে ১৯সে নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে বসবে এক দিনের বিশ্বকাপের আসর। যদিও প্রতিযোগিতার সূচিতে কিছু রদবদল হতে পারে। ইতিমধ্যেই সূচি নিয়ে আপত্তি জানিয়েছে তিনটি দেশ। যার মধ্যে অন্যতম ১৫ই অক্টোবরের ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ। কারণ সেদিন নবরাত্রি থাকায় আমদাবাদে (Ahmedabad) এই ম্যাচ আয়োজন করা মুশকিল হবে বলে জানানো হয়। যদিও কোন কোন দেশ সূচি নিয়ে আপত্তি জানিয়েছে, তা জানাননি বিসিসিআই সচিব।
আরও পড়ুন : হোটেল রুমের আকাশ ছোঁয়া ভাড়া! ভারত - পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা!
অন্যদিকে, ক্রিকেট বিশ্বকাপ মহারণের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হতে চলেছে ক্রিকেট নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেনে (Eden Gardens)। এবার সেই বিষয় মাথায় রেখেই আরও চমকপ্রদ স্টেডিয়ামে পরিণত হওয়ার জন্য অভিনব চিন্তা করেছে বাংলার ক্রিকেট সংস্থা। দর্শকরা যাতে খেলা দেখতে এসে যাতে নিজেদের পছন্দমত খাবার পেতে সমস্যায় না পড়েন তার জন্য ফুডকোর্ট তৈরির ভাবনা করছে ইডেন।
জানা গিয়েছে, ইডেন গার্ডেনের গ্যালারির নীচেই থাকবে শপিং মলের ধাঁচে তৈরি এই ফুড কোর্ট। ইতিমধ্যেই নয়াদিল্লিতে (New Delhi) এবিষয়ে বৈঠক করা হয় সিএবি-র (CAB) তরফ থেকে। খুব শীঘ্রই ফুড কোর্টের খাবারের মেনু এবং দাম তাড়াতাড়ি প্রকাশ করা হবে জানা গিয়েছে। বিভিন্ন রকমের ফাস্টফুড ছাড়াও কন্টিনেন্টাল খাবার রাখা হতে পারে বলে খবর। এছাড়াও জানা গিয়েছে, ইডেনে মহিলাদের কথা চিন্তা করে বাড়ানো হবে বাথরুম সংখ্যা।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- বিসিসিআই প্রেসিডেন্ট
- বিসিসিআই
- ভারত
- ইডেন গার্ডেন
- শহর কলকাতা
- ওডিআই বিশ্বকাপ